টাঙ্গাইলে ৩০ কি.মি. যানজট, অসুস্থ হয়ে পড়ছেন যাত্রীরা
অতিরিক্ত যানবাহনের চাপ ও মহাসড়কে ছোটখাটো দুর্ঘটনার কারণে লকডাউন শিথিলের তৃতীয় দিনেও ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে শনিবার (১৭ জুলাই) সকাল থেকে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া ঢাকামুখী গরুবাহী ট্রাকের চাপও বেড়েছে। এতে করে দীর্ঘমেয়াদি যানজটের শঙ্কা দেখা দিয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকা থেকে টাঙ্গাইলের বারনা পর্যন্ত দীর্ঘ যানজট
বঙ্গবন্ধু সেতুর পূর্ব এলাকা থেকে টাঙ্গাইলের বারনা পর্যন্ত দীর্ঘ যানজট
ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বঙ্গবন্ধু সেতুর পূর্ব হতে মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার অংশে জানজটের সৃষ্টি হয়েছে।
গরুবাহী ও সবজিবাহী ট্রাক নিয়ে বিপাকে পড়েছেন চালকরা। এলেঙ্গা হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, দেশে লকডাউন শিথিল হওয়ায় বৃহস্পতিবার থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
স্বাভাবিক সময়ের চেয়ে মহাসড়কে দ্বিগুণ পরিবহন চলাচল করায় শনিবার দিবাগত রাত থেকে মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির চাপ আরো বেড়ে গেছে। ফলে এ যানজটের সৃষ্টি হয়েছে।
এর ওপর বেশ কিছু সময় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়েছিলো। এতে ঢাকাগামী লেনে পরিবহন কম থাকলেও উত্তরবঙ্গগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসন হবে বলে জানান তিনি।
ঈদুল আজহার আর বাকি তিন দিন। ঘরে ফেরাকে কেন্দ্র করে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দেখা দিয়েছে দীর্ঘ যানজট। পারের অপেক্ষায় দুই হাজারেরও বেশি যানবাহন রয়েছে নদীপাড়ে।
Tag: English News lid news national
No comments: