চালু হলো বিশ্বের সর্ববৃহৎ জ্যোতির্বিজ্ঞান জাদুঘর
মহাকাশ, সৌরজগৎ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। মহাকাশের জটিল সমীকরণ সহজে মানুষের কাছে বোধগম্য করতে চীনের সাংহাইয়ে বিশ্বের সবচেয়ে বড় জ্যোতির্বিজ্ঞান জাদুঘরের উদ্বোধন করেছে দেশটির সরকার। তবে শুধু দর্শনার্থীদের জন্যই নয়, জাদুঘরটি জ্যোতির্বিদ্যা গবেষণার কাজও করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
চালু হলো বিশ্বের সর্ববৃহৎ জ্যোতির্বিজ্ঞান জাদুঘর
জাদুঘরটি তৈরি করা হয়েছে প্রায় আটান্ন হাজার ছয়শ’ বর্গকিলোমিটার জায়গাজুড়ে। জ্যোতির্বিজ্ঞান নিয়ে এত বড় জাদুঘর আগে কখনই দেখেনি বিশ্ব।
কর্তৃপক্ষের মতে, মহাকাশ কিংবা সৌরজগৎ কাছ থেকে দেখতে কেমন- এর সঠিক ধারণা দেওয়াই জাদুঘরটির মূল লক্ষ্য। দর্শনার্থীরা চাইলে একটি তারাভরা রাতও এখানে দেখতে পারবেন। যা অপটিক্যাল প্ল্যানেটরিয়াম থিয়েটারের মাধ্যমে তৈরি করা হবে।
মহাবিশ্বে সূর্য ও পৃথিবী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। ঘূর্ণায়মান এমন কক্ষপথের আদলেই তৈরি করা হয়েছে জাদুঘর ভবনের নকশা।
এ বিষয়ে জাদুঘর পরিচালক ঝাং ইয়াং বলেন, আমরা জাদুঘরটিতে এমন পরিবেশ তৈরি করেছি যা মানুষকে বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে যাবে। এর জন্য অত্যাধুনিক থিয়েটারে প্ল্যানেটরিয়াম প্রজেক্টর ব্যবহার করেছি আমরা। দূরের আকাশের চাঁদ, সূর্য, তারা খুব স্পষ্টভাবে কাছ থেকে দেখতে পাবে তারা।
Tag: English News Featured world
No comments: