বিক্ষোভ দমাতে দ. আফ্রিকায় ২০ হাজার সেনা মোতায়েন
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ, সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ১১৭ জনে দাঁড়িয়েছে। খবর আল জাজিরার।
বিক্ষোভ দমাতে দ. আফ্রিকায় ২০ হাজার সেনা মোতায়েন
উদ্ভূত এই অস্থিরতা কাটাতে বৃহস্পতিবার (১৫ জুলাই) পুলিশকে সহায়তার জন্য ২০ হাজারেরও বেশি সেনা মোতায়েন করা হয়েছে।
১৯৯৪ সালে শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের অবসানের পর থেকে এই প্রথমবার এত বেশি সেনা মোতায়েন করা হলো। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) সকালে ১০ হাজার জন সেনা সদস্য রাস্তায় নেমেছিল এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় প্রতিরক্ষা বাহিনীরও ১২ হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে।
গৌতেং ও কোয়াজুলু-নাটালের মতো সহিংসতাপ্রবণ অঞ্চলগুলোতে সেনা মোতায়েন করা হচ্ছে। মূলত দরিদ্র অঞ্চলেই সহিংসতা বেশি দেখা দিয়েছে। দেশটির সরকার বলছে, অপরাধীরা পরিস্থিতির সুযোগ নিচ্ছে।
গত শুক্রবার থেকে শুরু হওয়া এই অস্থিরতা সাবেক রাষ্ট্রপতি জুমাকে কারাগারে পাঠানোর পরে শুরু হয়েছিল।
রাষ্ট্রপতির কার্যনির্বাহী মন্ত্রী খুম্বুডজো ন্যাশনভেনি এক সংবাদ সম্মেলনে বলেছেন, জোহানেসবার্গ আগে শান্ত ছিল। এ কয়েকদিনে দুই হাজার ২০০ জনকে কেবল গ্রেপ্তারই করা হয়েছে।
গত ২৯ জুন জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ বছর দুর্নীতির মামলায় আদালতের নির্দেশ অমান্য করায় এ দণ্ড দেন দেশটির সাংবিধানিক আদালত।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৯ বছর তিনি দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালনকালে এক দুর্নীতির মামলায় তদন্তে হাজির না হওয়ায় আদালতের আদেশ অমান্য করেন।
জুমার মামলার তদন্তকারী উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো জানান, গত ফেব্রুয়ারিতে তদন্তের জন্য তলব করা হলে হাজির হননি জুমা। তিনি ব্যক্তিগত প্রতিহিংসার কারণে মামলা হয়েছে বলে দাবি জানিয়েছেন। সে জন্য আদালত অবমাননার দায়েই তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সে দায়িত্ব পালন করেছেন। ক্ষমতায় থাকাকালীন ঘুষসহ দুর্নীতির অভিযোগে জর্জরিত হয়ে পড়েন তিনি ও তার সরকার।
চলতি বছর ৭ জুলাই কারাদণ্ড ভোগ করতে তিনি স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
Tag: English News Featured world
No comments: