লকডাউন-বৃষ্টিতে ঢাকা একেবারেই ফাঁকা
কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ঢাকা একেবারেই ফাঁকা। প্রথম দিনের তুলনায় আজ সড়কে মানুষের আনাগোনা অনেকটাই কম। বৃষ্টি উপেক্ষা করে প্রতিটি পয়েন্টেই তৎপর পুলিশ, সেনাবাহিনী, র্যাব সদস্যরা। অকারণে বের হলেই জরিমানা করা হচ্ছে, দেওয়া হচ্ছে মামলা।
সংক্রমণ রুখতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের অন্যতম, 'বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়া।' অথচ কারও প্রয়োজন দিনাজপুর যাত্রা, কারও মানিকগঞ্জ। কেউ আবার ঘর পেরিয়ে সড়কে নেমেছেন চা কিংবা সিগারেটের আসক্তি মেটাতে।
শুক্রবার দিনভর গুঁড়িগুঁড়ি বৃষ্টির মাঝেও চোখে পড়ে সাধারণ মানুষের এমন অজুহাত। তবে প্রথম দিনের তুলনায় অনেকাংশেই কম ছিল মানুষের ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা।
একজন জানান, আমার বোন মারা গেছে। সে জন্য বাড়ি যাচ্ছি। বাসায় থাকতে ভালো লাগছে না।
এদিকে বৃষ্টি উপেক্ষা করে নগরজুড়ে দায়িত্ব পালন করতে দেখা গেছে, পুলিশ, সেনাবাহিনী ও র্যাব সদস্যদের৷ এ সময় প্রতিটি মানুষকেই পড়তে হয় আইনশৃঙ্খলা বাহিনীর জেরার মুখে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হলে গুনতে হয় জরিমানা।
Tag: English News lid news national
No comments: