দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল, মৃত্যু ৫
দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলও। দেশটিতে তীব্র গরমে এরই মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্কতা জারি করেছে জাতিসংঘ। ইউরোপের দেশগুলোতেও বাড়ছে তাপমাত্রা।
দাবদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চল, মৃত্যু ৫
গরম থেকে রক্ষা পেতে প্রাণীরাও ছুটছে পানির দিকে। যুক্তরাষ্ট্রের পোর্টলান্ডের সমুদ্রতীরগুলো এখন মানুষে ভর্তি। কারণ অঙ্গরাজ্যজুড়ে চলছে তীব্র দাবদাহ। তাই যে যেভাবে পারছেন একটু প্রশান্তি খোঁজার চেষ্টা করছেন।
অরেগনে মঙ্গলবার তাপমাত্রা ছিল সবচেয়ে বেশি, প্রায় ৪৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন ওয়াশিংটনেও তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। দেশটিতে তীব্র গরমে মারা গেছেন বেশ কয়েকজন। দাবদাহের কারণে এরই মধ্যে বিভিন্ন শহরে কুলিং সেন্টার চালু করা হয়েছে।
একদিকে গরম অন্যদিকে বিদ্যুৎ থাকছে না। জীবন অতিষ্ঠ হয়ে পড়ছে।
এক স্বেচ্ছাসেবী জানান, এখানে অনেক গরম। তাই আমরা একটু ছায়া তৈরির চেষ্টা করছি যা সবাইকে শান্তি দেবে।
Tag: English News Featured world
No comments: