ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়ে ইউরোর সেমিফাইনালে ইংল্যান্ড
ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেছে ইংল্যান্ড। সেমিতে দলটি খেলবে চেক রিপাবলিককে হারানো ডেনমার্কের সঙ্গে।
রোমের স্তাদিও অলিম্পিকোয় শনিবার রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ৪-০ গোলে জিতে ২৫ বছর পর ইউরোর সেমি-ফাইনালে উঠল ইংল্যান্ড।
ম্যাচে জোড়া গোল করেন হ্যারি কেইন। বাকি দুটি গোল করেছেন হ্যারি ম্যাগুইয়ার ও জর্ডান হেন্ডারসন।
আসরে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে নিজেদের জাল অক্ষত রাখা ইংল্যান্ড এই ম্যাচে সব দিক থেকেই আধিপত্য করেছে।
বল দখলে কিছুটা এগিয়ে থেকে গোলের উদ্দেশে মোট ১০টি শট নেয় তারা, যার ৬টি লক্ষ্যে। আর আন্দ্রে শেভচেঙ্কোর দলের সাত শটের দুটি ছিল লক্ষ্যে। যদিও এর কোনোটিই তেমন ভীতি ছড়াতে পারেনি।
Tag: English News games lid news world
No comments: