Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ২০০-৪০০ মিটারে ব্যর্থ, ১৫০০ মিটারে লেডেকির সোনার হাসি




লেডেকির সোনার হাসি। ছবি : সংগৃহীত পরপর দুটি ইভেন্টে মন খারাপ করে পুল ছাড়তে হয়েছে রেকর্ডধারী সাঁতারু কন্যা কেটি লেডেকিকে। ২০০ মিটার ফ্রি-স্টাইল ও ৪০০ মিটার ফ্রি-স্টাইলে এক আরিয়ার্ন টিটমাসের কাছেই পরাজয় মেনে নিতে হয়েছে তাঁকে। দুই ইভেন্টে হতাশ হওয়া লেডেকি ১৫০০ মিটার ফ্রি-স্টাইলে হাসলেন সোনার হাসি। অবশেষে টোকিও অলিম্পিকের সোনার পদক জিতলেন বিশ্বরেকর্ড গড়া সাঁতারু লেডেকি। মেয়েদের ১৫০০ মিটারে সোনা জিতেছেন ২৪ বছর বয়সী মার্কিন সাঁতারু লেডেকি। এই বিভাগের সোনা-রুপা দুটিই গেছে যুক্তরাষ্ট্রের ঝুলিতে। স্বর্ণ জেতার পথে লেডেকির সময় লেগেছে ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড। তাঁর দেশীয় সতীর্থ এরিকা সুলিভান ১৫ মিনিট ৪১.৪১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন। আর ১৫ মিনিট ৪২.৯১ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন জার্মানির সারাহ কোলার। পরপর দুবার ব্যর্থ হয়ে তৃতীয়বারের লড়াইয়ে স্বর্ণ জেতা লেডেকি বলেন, ‘অন্তত একটা সোনা জিততে চেয়েছিলাম, অবশেষে সেই বক্সে টিকচিহ্ন দিতে পেরেছি।’ ৪০০ মিটার ফ্রি-স্টাইলে রিও অলিম্পিকে রেকর্ড গড়েছিলেন ক্যাটি লেডেকি। এই ইভেন্টে বিশ্ব রেকর্ডও তাঁর। সেই লেডেকিকেই টোকিও অলিম্পিকে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার আরিয়ার্ন টিটমাস! লেডেকিকে হারিয়ে টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলের স্বর্ণ নিজের করে নিয়েছেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু টিটমাস। ৪০০ মিটারের পর টিটমাস ছন্দ ধরে রেখেছেন ২০০ মিটার ফ্রি-স্টাইলেও। এই ইভেন্টেও স্বর্ণ জিতলেন টিটমাস। কিন্তু এই ইভেন্টে কোনো পদকই জুটেনি লেডেকির। ৪০০ মিটার ফ্রি-স্টাইলে রুপা জেতা লেডেকি এবার ফিরলেন শূন্য হাতে। আজ বুধবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ১ মিনিট ৫৩ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন টিটমাস। এর আগের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের অ্যালিসন স্মিটের। তাঁর রেকর্ডটি হয় ২০১২ সালের লন্ডন অলিম্পিকে। সেটি ছিল ১ মিনিট ৫৩ দশমিক ৬১ সেকেন্ডে। ২০০ মিটার ফ্রি-স্টাইলে ১ মিনিট ৫৩ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে এশিয়ান রেকর্ড গড়ে রুপা পেয়েছেন হংকং চীনের শিভন বের্নাডেট হোহি। ১ মিনিট ৫৪ দশমিক ৭০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার পেনি ওলেকসিয়াক। টানা দুটি স্বর্ণ জিতে অসি তারকা টিটমাসের চোখ এখন রিলে ৮০০ মিটারে। তিনি বলেন, ‘তাসমানিয়ার ছোট একটি শহর থেকেই আমি এসেছি এবং এই সাফল্য দেখাচ্ছি। আমি এখন রিলে ও ৮০০ মিটার নিয়ে ভাবছি। অতি বেশি উদযাপন করে সময় নষ্ট করতে চাই না। এর আগে গত সোমবার টোকিও অ্যাকুয়াটিক সেন্টারে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে ৩ মিনিট ৫৬ দশমিক ৬৯ সেকেন্ড সময়ে সেরা হয়েছেন টিটমাস। অন্যদিকে, গত অলিম্পিকে স্বর্ণ জেতা লেডেকির লেগেছে ৩ মিনিট ৫৭ দশমিক ৩৬ সেকেন্ড। দ্বিতীয় হয়ে রুপা জিতেছেন তিনি। চীনের সাঁতারু বিংজি লি জিতেছেন ব্রোঞ্জ। তাঁর সময় লেগেছে ৪ মিনিট এক দশমিক শূন্য ৮ সেকেন্ড






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply