হিমাচলে ভূমিধসে নিহত ৭, নিখোঁজ দুই শতাধিক
ভারতের হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সময় ভূমিধসে অন্তত সাতজন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন দুই শতাধিক। বাড়িঘর ধসে পড়ার পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা।
হিমাচলে ভূমিধসে নিহত ৭, নিখোঁজ দুই শতাধিক
প্রদেশটির উত্তরাঞ্চলের সিরমর এলাকায় ভূমিধসের এ ঘটনা ঘটে। এতে বিধ্বস্ত হয়েছে বাড়িঘর। প্লাবিত হয়েছে আশপাশের কয়েকটি এলাকা। গাছপালা উপড়ে পড়ার পাশাপাশি রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। ভেঙে পড়েছে ব্রিজ, কালভার্টসহ বেশ কয়েকটি স্থাপনা। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন স্থানীয়রা।
এক স্থানীয় বলেন, ‘আমি আমার জীবদ্দশায় এমন বন্যা কখনো দেখিনি। বাড়িঘর ধসে পড়ায় অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি আমরা।’
এদিকে, নিখোঁজদের উদ্ধারে তৎপরতা চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ভারতের হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর বলেন, ‘বেশ কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারেও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে।’
ঝুঁকিতে থাকা স্থানীয়দের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস দিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।
No comments: