নুসরত-নিখিলের দেখা হল না, শুনানির দিন পরিবর্তন আদালতে
দীর্ঘদিন পর মঙ্গলবার আলিপুর আদালতে মুখোমুখি হওয়ার কথা ছিল নিখিল জৈন এবং নুসরত জাহানের। তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়ে নিখিল জানিয়েছিলেন, এই মুহূর্তে তিনি শহরের বাইরে। মঙ্গলবার নিখিল-নুসরতের মামলার পরবর্তী দিনও পিছিয়ে গেল।
আদালত সূত্রে খবর, করোনা আবহে প্রত্যেক দিন সব বিচারপতি আদালতে এসে উপস্থিত হচ্ছেন না এবং বেঞ্চ গঠন হচ্ছে না। যার ফলে মঙ্গলবার নুসরতের বিরুদ্ধে নিখিলের করা দেওয়ানি মামলার শুনানি হল না।
Tag: Entertainment
No comments: