Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ২৯ বছর পর ইউরোর সেমিফাইনালে ডেনমার্ক




দুই গোলে পিছিয়ে পড়েও বিরতির পর ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল চেক প্রজাতন্ত্র। বিরতি থেকে ফিরে এক গোল শোধ করেছিল চেকরা। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচ বের করতে পারেনি। চেকদের স্বপ্নযাত্রা থামিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেল ডেনমার্ক। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড বা ইউক্রেন। ১৯৯২ সালে ইউরোর মুকুট পরা ডেনিশরা ২৯ বছর পর সেমিফাইনালে উঠেছে। আজ শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ডেনমার্ক। ডেনিশদের হয়ে প্রথম গোলটি করেছেন থমাস ডেলোনি। দ্বিতীয়টি এসেছে ক্যাসপার ডলবার্গের পা থেকে। চেকদের হয়ে জালের দেখা পেয়েছেন কেবল পাত্রিক শিক। ম্যাচটিতে কম সময় বল দখলে রেখেও ভাগ্যক্রমে শুরুতেই গোল পেয়ে যায় ডেনমার্ক। পঞ্চম মিনিটে ম্যাচের প্রথম কর্নারে ডি-বক্সে হেডে বল জালে পাঠান অরক্ষিত মিডফিল্ডার ডেলানি। এরপরও অবশ্য বেশ কয়েকবার সুযোগ সৃষ্টি করে ডেনিশরা। তবে লক্ষ্যভ্রষ্ট শট হতাশ করে ভক্তদের। ম্যাচের ১৯ মিনিটে আক্রমণে আসে প্রজাতন্ত্র। কিন্তু সউচেকের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২২ মিনিটের মাথায় হলসের শট প্রতিহত করেন ড্যানিশ গোলরক্ষক। ২৬ মিনিটের মাথায় ফের লক্ষ্যভ্রষ্ট শট নিয়ে হতাশ করেন সউচেক। পাল্টা আক্রমণে বিরতিতে যাওয়ার আগে আরেকটি গোল পেয়ে যায় ডেনমার্ক। ৪২ মিনিটে ব্র্যাথওয়েটের উদ্দেশে ডান দিক থেকে বল বাড়ান মাহেল। কিন্তু প্রতিপক্ষের ডি বক্সে থাকা ব্র্যাথওয়েট বলে শট নিতে পারেননি। ছুটে এসে ছোট ডি বক্স থেকে হাল্কা ছুঁয়ে বল জালে ঠেলে দেন ডলবার্গ। ফলে দুই গোলের স্বস্তির লিড নিয়ে মাঠ ছাড়ে ডেনিশরা। বিরতির পর ফিরেই দল এক গোল শোধ করেন প্রজাতন্ত্রের শিক। সতীর্থের ক্রসে অসাধারণ ভলিতে গোল করে চেক প্রজাতন্ত্রের এই তারকা। এই গোলের মাধ্যমে পর্তুগাল তারকা রোনালদোকে স্পর্শ করেন তিনি। চলতি ইউরোতে তাঁর ও রোনালদোর গোল সংখ্যা সমান পাঁচটি। এর মধ্যে ৬১ মিনিটে চোট পান চেকের খেলোয়াড় সউচেক মাথায় আঘাত পান। ব্যান্ডেজ বেধে পরে অবশ্য খেলতে দেখা যায় তাঁকে। বিরতির পর বাকি সময়ে বেশ কিছু সুযোগ সৃষ্টি করে চেকরা। কিন্তু ডেনিশ গোলরক্ষকের বাধা এড়িয়ে গোল পাওয়া হয়নি তাদের। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়েও স্কোরকার্ডে আর পরিবর্তন আসেনি। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় চেকদের। এর আগে শেষ ষোলোর ম্যাচে চেক প্রজাতন্ত্র ২-০ গোলে হারিয়ে দেয় নেদারল্যান্ডসকে। আশা ছিল ইউরো রাঙানোর। কিন্তু সেটা আর হলো না। অন্যদিকে ডেনমার্ক ৪-০ গোলে ওয়েলসকে হারিয়ে শেষ আটে জায়গা করে নেয়। এবার চেকদের হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ডেনিশরা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply