আমিরাত সফরে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েলের নতুন পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার (২৯ জুন) সংযুক্ত আরব আমিরাত সফর শুরু করেছেন। ৯ মাস আগে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এই প্রথম কোনো উচ্চপদস্থ ইসরায়েলি কর্মকর্তা আরব দেশটিতে সফরে যান। খবর ডনের।
দখলদার দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড আমিরাতে তার সমকক্ষের সঙ্গে বৈঠক করবেন। তাদের আলোচনায় ইরানকে প্রতিরোধের বিষয়টিই প্রাধান্য পাবে। কারণ আমিরাত-ইসরায়েল দু’দেশই ইরানকে হুমকি হিসেবে বিবেচনা করে আসছে।
ইরানের পরমাণু চুক্তি নিয়ে ইসরায়েল ও আমিরাতের কঠোর আপত্তি রয়েছে। এ ছাড়া ওবামা প্রশাসনের আমলে হওয়া ইরানের পরমাণু চুক্তিরও বিরোধী এই দুই দেশ।
তেহরানের পরমাণু অস্ত্র নির্মাণের সক্ষমতা কমিয়ে আনতে ওই চুক্তি করা হয়েছিল। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত বলেন, আমিরাত-ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্কের গতি নজিরবিহীন।
তিনি বলেন, ইসরায়েল ও আমিরাতের মধ্যে বছরের পর বছর ধরে লোকচক্ষুর আড়ালে সম্পর্ক গড়ে উঠেছে। গত কয়েক দশকে আমাদের মধ্যে যে সম্পর্ক হয়েছে, এখন তার ফল উপভোগ করছি।
Tag: English News Featured world
No comments: