প্রচণ্ড শব্দে দেবে গেল বাড়ি, নিখোঁজ ১৯
জাপানে ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ ভূমিধসে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন। দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জাপান টাইমস জানায়, জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে টানা বৃষ্টিপাতে এই নিখোঁজের ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জাপান টাইমস জানায়, শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিজওকা কেন প্রদেশের পার্বত্য অঞ্চলে হঠাৎ করে পাহাড়ি ঢলের সঙ্গে ভূমিধসে ১০টি বাড়ি দুমড়ে-মুচড়ে ভেসে যায়।
পরে দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ধসে যাওয়া স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে। এদিকে যারা নিখোঁজ রয়েছেন তাদের বেঁচে থাকার আশা ক্ষীণ বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।
জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমক এনএইচকেকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় একটি বৌদ্ধ মন্দিরের পুরহিত বলেন, হঠাৎ প্রচণ্ড শব্দে ভূমিধসে পাহাড়ের মাটি গলে নিচের দিকে বয়ে যেতে দেখে আমি ভয়ে পাহারের চূড়ার দিকে উঠে যাই।
পরে ফিরে এসে দেখি মন্দিরের সামনে রাখা সব গাড়ি উধাও হয়ে গেছে। এদিকে নিখোঁজদের উদ্ধারে সামরিক সহযোগিতার আবেদন জানিয়েছে স্থানীয় সরকার কর্তৃপক্ষ।
No comments: