কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু
এনটিভি অনলাইনের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন
কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ এবং তিন জনের করোনার উপসর্গ ছিল বলে জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন।
ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালে ১৮৩ জন করোনায় আক্রান্ত রোগী, ৭০ জনের উপসর্গসহ মোট ২৫৩ জন ভর্তি রয়েছে।
এদিকে, পিসিআর ল্যাব এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১ জনের নমুনা পরীক্ষা করে ২০৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ।
Tag: English News lid news politics
No comments: