যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৩
যুক্তরাষ্ট্রের অজ্ঞাত বন্দুকধারীর সঙ্গে গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৩
দেশটির সংবাদমাধ্যম সিএনএন জানায়, টেক্সাস অঙ্গরাজ্যের এই ঘটনায় আরও ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সিএনএন জানায়, বৃহস্পতিবার (১৫ জুলাই) টেক্সাস অঙ্গরাজ্যের পশ্চিমে অবস্থিত লেভেল্যান্ড শহরে এ ঘটনা ঘটে।
সিএনএন জানায়, লেভেল্যান্ড শহরে অজ্ঞাত এক ব্যক্তি একটি বাড়ির সামনে ব্যারিকেড দেয়। পরে স্থানীয় পুলিশ গেলে অতর্কিত গুলি ছুড়ে ওই ব্যক্তি। পরে দু’পক্ষের গোলাগুলিতে এক পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলেই নিহত হন।
আহত হন আরও তিনজন। আহত তিন পুলিশ কর্মকর্তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা। লেভেল্যান্ড শহরটি টেক্সাস অঙ্গরাজ্যের আরেক শহর লুবক থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।
এদিকে টেক্সাসের স্থানীয় পত্রিকা লুবক অ্যাভালানচি-জার্নাল জানিয়েছে, তাৎক্ষণিকভাবে জানা যায়নি অজ্ঞাত ওই বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলির কারণ বা অভিযুক্ত ব্যক্তি ওই বাড়ির সামনে কেন ব্যারিকেড দিয়েছিল। তবে টেক্সাস পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে তারা।
No comments: