শূন্য রানে ফিরলেন তামিম
তামিম ফিরলেন শূন্য হাতে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শুরুটা ভালো হলো না সফরকারী বাংলাদেশের। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হারিয়েছে অধিনায়ক তামিম ইকবালের উইকেট। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান তিনি।
শূন্য রানে ফিরলেন তামিম
জিম্বাবুয়ের পেসার মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরে গেছেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩ ওভারে ১ উইকেটে ৫ রান। উইকেটে অপরাজিত আছেন সাকিব ও লিটন।
এর আগে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলর।
পারিবারিক কারণে মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন। তার জায়গায় একাদশে জায়গা পাওয়ার সুযোগ ছিল নুরুল হাসান সোহানের। কিন্তু প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
এছাড়া ইনজুরির কারণে দলে নেই পেসার মুস্তাফিজুর রহমানও। প্রস্তুতি ম্যাচে বোলিং করতে গিয়ে গোড়ালিতে চোট পেয়েছিলেন মুস্তাফিজ। যে কারণে সিরিজের প্রথম ওয়ানডের একাদশে জায়গা হয়নি তার।
এদিকে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে সুযোগ পাননি সিকান্দার রাজা। চার পেসার নিয়ে খেলছে জিম্বাবুয়ে।
Tag: English News games lid news world
No comments: