মুম্বাইয়ে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৪, মোদির শোক
প্রবল বর্ষণের জেরে মুম্বাইয়ে শনিবার (১৭ জুলাই) রাত থেকে রোববার (১৮ জুলাই) সকাল পর্যন্ত টানা বর্ষণে পানিবন্দি হয়ে পড়েছে বহু মানুষ। টানা বৃষ্টিপাতে ভূমিধসের ফলে চেম্বুর ও বিক্রোলিতে ভেঙে পড়েছে দুটি বাড়ি। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।
মুম্বাইয়ে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৪, মোদির শোক
এ ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ও আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
এদিকে শহরে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে। বাড়ির বাইরে কাউকে বের হতে নিষেধ করেছে প্রশাসন।
রোববার বিক্রোলিতে একটি আবাসিক ভবনধসে তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সেখানে আরও অনেকে পানিবন্দি রয়েছেন।
রাত ৮টা থেকে ২ট পর্যন্ত মুম্বাই শহরে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ১৫৬ দশমিক ৯৪ মিমি। এর ফলে চুনাভাট্টি, সায়ন, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোডের নিচু এলাকাগুলোতে বন্যার সৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে সেখানে রেলের পরিষেবাও বন্ধ হয়ে যায়।
এর আগে ২০১৯ সালের ২ জুলাইয়ে মুম্বাইয়ে বৃষ্টিপাত রেকর্ড করেছিল ৩৭৫ দশমিক ২ মিমি।
Tag: English News Featured world
No comments: