Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ওজিলের সঙ্গে মিটমাট করতে চাইছেন জার্মানির বিদায়ী কোচ




আন্তর্জাতিক ফুটবল থেকে মেসুৎ ওজিলের অবসরের ঘটনায় তোলপাড় হয়ে যায় ফুটবল বিশ্বে। ২০১৮ সালের বিশ্বকাপের পর হুট করেই অবসরের ঘোষণা দেন ওজিল। মূলত জাতিবিদ্বেষী আচরণের শিকার হয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন ওজিল। ওজিলের ঘটনার পর কোচ জোয়াকিম লো-কে নিয়ে কথা হয়েছিল অনেক। এমনকি ওজিলের সঙ্গে তাঁর সম্পর্কও নষ্ট হয়ে যায়। প্রায় তিন বছর পর এসে ওজিলের সঙ্গে সম্পর্কের অবনতি নিয়ে আক্ষেপ হচ্ছে জোয়াকিমের। জার্মানিকে বিদায় বলে দেওয়া কোচ লো চাইছেন ওজিলের সঙ্গে সম্পর্ক মিটমাট করে নিতে। ২০১৪ বিশ্বকাপ ধরে জার্মান দলের গুরুত্বপূর্ণ মুখ ছিলেন ওজিল। কিন্তু ২০১৮ সালে তাঁকে নিয়ে সমস্যা তৈরি হয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানের সঙ্গে ছবি তুলে ঝামেলায় পড়েন ওজিল। ওই সমালোচনার পরই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি। এরপর অবসরের ঘোষণা দেন ওজিলও। গোল ডটকমের খবর অনুযায়ী, গতকাল বুধবার জার্মানির কোচ হিসেবে চূড়ান্ত সংবাদ সম্মেলনে ওজিলকে নিয়ে লুভ বলেন, ‘আমার সঙ্গে পরামর্শ না করে ওজিলের জাতীয় দল থেকে অবসর নেওয়া খুব হতাশাজনক ছিল। আবার নিশ্চয় আমাদের দেখা হবে, কথা হবে। একদিন আসবে আমরা বিষয়গুলো নিয়ে কথা বলব। একদিন আমরা সবকিছু এক পাশে সরিয়ে মিটমাট করে নেব।’ ওজিলকে নিয়ে লুভ আরও বলেন, ‘ওর সঙ্গে স্মৃতিগুলো আমাদের জন্য ইতিবাচক কিছু। সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল। অসাধারণ খেলোয়াড়, যার দক্ষতা অসাধারণ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply