SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পেরু
পেরুতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ১। সে সময় পেরুর উত্তর উপকূলে তীব্র কম্পনে লোকজন ভয়ে বাড়ি-ঘর থেকে বেরিয়ে আসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ জুলাই) রাতে ভূমিকম্পটি আঘাত হানে। সুলানা শহর থেকে ৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূকম্পনে শতাব্দীর পুরোনো একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কমপক্ষে একজন আহত হয়েছে বলে জানা গেছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৩ দশমিক ১৮ কিলোমিটার। এ সময় লোকজন আতঙ্কে রাস্তায় নেমে আসে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ইকুয়েডরের দক্ষিণাঞ্চলেও ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সুলানা শহরের বহু মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। ভূমিকম্পের ফলে ধসে পড়া দেয়াল চাপায় আহত হয়েছেন এক নারী। টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, ১৬শ’ শতাব্দীর পুরোনো একটি গির্জা ভেঙে পড়েছে। ভূমিকম্পে আরও দুটি প্রার্থনার স্থান এবং তিনটি দমকল স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানী লিমা থেকে ৯৯০ কিলোমিটার দূরের পিউরা শহরের একটি সুপার মার্কেটের জিনিসপত্র প্রচণ্ড কম্পনের কারণে মাটিতে পড়ে যাচ্ছে। এ ঘটনায় একটি সামরিক প্যারেডে অংশ নেয়ার কথা থাকলেও তা বাতিল করেছেন প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলো। তিনি পিউরাতে সফর করবেন বলে জানা গেছে। উল্লেখ্য, পেরু ভূমিকম্প প্রবণ দেশ হওয়ায় প্রায়ই সেখানে ভূমিকম্প আঘাত হানে। গত ২৩ জুন দেশটিতে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply