কোরিওগ্রাফার অঙ্কনের সঙ্গে ডান্স ফ্লোরে ঝড় তুললেন দিশা। ফুল স্লিভ ওভার সাইজড গাঢ় হলুদ রঙের টি শার্ট, আর ঢিলা ট্রাউজার পরে পাল্লা দিয়ে নাচলেন অভিনেতা। রিল্যাক্স ভাবে ডান্স শুরু করলেও নাচের শেষে দেখা গেল তাঁর ফুল অন এনার্জি। এই ভিডিয়ো নিজের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করে নায়িকা ক্যাপশনে লিখলেন 'জাস্ট চিলিং'। আরও পড়ুন:জেরার মাঝেই Raj Kundraর উপর চিৎকার করে ওঠেন Shilpa Shetty, ভেঙে পড়েন কান্নায় দিশা পাটানির কোমরের ঠুমকা, এবং ডান্স মুভস দেখে মুগ্ধ দিশার অনুরাগীরাও। টাইগার শ্রফ (Tiger Shroff) লভ ইমোজি দিয়েছেন কমেন্ট বক্সে। তিনি সবসময়ই নায়িকার প্রশংসা করেন। প্রকাশ্যে প্রচার না করলেও তাঁরা যে ডেট করেন তা সকলেরই জানা। বোন কৃষ্ণা হট লিখে আগুনের ইমোজি দিয়েছেন। ডান্সিং ভিডিয়ো পছন্দ করেছেন নেটিজেনরা।
Dishaর ডান্সিং জলবা দেখে কী বললেন Tiger Shroff ? সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন নায়িকা
নাচ দেখে মুগ্ধ দিশার অনুরাগীরাও
Dishaর ডান্সিং জলবা দেখে কী বললেন Tiger Shroff ? সোশ্যাল মিডিয়ায় আগুন ঝরালেন নায়িকা
নিজস্ব প্রতিবেদন: বলিউডের ফিটনেস ফ্রিক নায়িকাদের মধ্য়ে অন্যতম দিশা পাটানি (Disha Patani)। ঈর্ষণীয় তাঁর ফিগার, যে কোনও পোশাকেই তিনি মানানসই। আর ডান্সিং স্কিলও তাঁর মন্দ নয়, আবারও তাঁর প্রমাণ মিলল নায়িকার সোশ্যাল মিডিয়ায়।
Tag: Entertainment
No comments: