Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টপলেস ও নগ্ন ভিডিয়োর শর্তেই Raj Kundra-র সঙ্গে পর্নস্টারদের চুক্তি হয়, প্রকাশ্যে তথ্য




টপলেস ভিডিয়োর শর্তেই রাজ কুন্দ্রা(Raj Kundra)র সঙ্গে চুক্তি হয়েছিল পর্নস্টারদের। Zee ২৪ ঘণ্টার হাতে উঠে এল এক্সক্লুসিভ তথ্য। টপলেস ভিডিয়োর শর্তেই রাজ কুন্দ্রা(Raj Kundra)র সঙ্গে চুক্তি হয়েছিল পর্নস্টারদের। Zee ২৪ ঘণ্টার হাতে উঠে এল এক্সক্লুসিভ তথ্য। কী ভিডিয়ো শ্যুট হবে, কীভাবে হবে সবই রয়েছে চুক্তিপত্রে। রাজের (Raj Kundra) কোম্পানির সঙ্গে মডেলদের হওয়া চুক্তিপত্র অনুযায়ী, মডেলকে লাইভ স্ট্রিমিংয়ের জন্য তৈরি থাকতে হবে। কী ধরণের ফটো এবং ভিডিও আপলোড করা হবে সেকথাও চুক্তিতে বলা ছিল। চুক্তিতে স্পষ্ট বলা হয়েছিল, মডেল টপলেস থাকবেন এবং তাঁদের পিছন থেকে নগ্ন দেখানো হবে। এছাড়া কতক্ষণের ভিডিয়ো শ্যুট হবে, ভিডিয়োর বিষয়বস্তু কী হবে সবই রয়েছে চুক্তিপত্রে। ব্যবসার আরও একজন অংশীদার উমেশ কামাতের (Umesh Kamat)র সঙ্গে লেনদেন সংক্রান্ত রাজের ইমেলও প্রকাশ্যে এসেছে। ইমেলে উমেশ কামাত, রাজ কুন্দ্রা(Raj Kundra)কে বলেন, আমি চালানটি পাঠাচ্ছি আপনি দেখুন। উত্তরে রাজ চালানটি ১৮৯০ ডলারের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলেন। এরপর উমেশ আবারও রাজকে লেখেন, চালানে ২০২০-র কনসালটেন্সি চার্জও ধরা আছে। উমেশ আরও বলেন, টাকা পেলে জর্জকে ৩৫ হাজার ও মেঘাকে ৫ হাজার টাকা দিতে হবে। এই সমস্ত ইমেল ২০২০-র ১ ফেব্রুয়ারি 'hotshots '-টনি ও কেনরিনের প্রদীপ বক্সিকেও পাঠানো হয়েছি। আরও পড়ুন-'মনকে শান্ত করার শক্তি অর্জন করুন', স্বামী Raj-র গ্রেফতারির আগে Shilpa-র পোস্ট ভাইরাল প্রসঙ্গত মুম্বই ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর, লন্ডনের বাসিন্দা ভগ্নীপতি প্রদীপ বক্সীর সঙ্গে মিলে এই ব্যবসা শুরু করেছিলেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। যিনি কিনা কেনরিন লিমিটেড বলে লন্ডনে একটি প্রোডাকশন হাউস চালান। ওই সংস্থার হয়েই ভারতে ভিডিয়ো বানাতেন রাজ। যেগুলি 'hotshots' নামে একটি অ্যাপের মাধ্যমে আপলোড করা হত। জানা যাচ্ছে, এই ভিডিয়োর মাধ্যমে দৈনিক লক্ষ লক্ষ টাকা আয় করতেন রাজ কুন্দ্রা (Raj Kundra)। লকডাউনে নেট দুনিয়ায় পর্ন ছবির রমরমা বেড়ে যেতে গতবছরই 'hotshots' অ্যাপকে এদেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত ফেব্রুয়ারিতে পর্নোগ্রাফির শ্যুটিং চলাকালীন মাড আইল্যান্ডের বাংলো থেকে মোট ৫জনকে গ্রেফতার করে মুম্বই পুলিস। পর্নোগ্রাফি (Pornography) ব্যবসা নিয়ে তদন্ত করতে করতেই পুলিস 'hotshots' নামে এই অ্যাপটি সম্পর্কে তদন্ত শুরু করে। এই মামলায় প্রথমে পুলিস রাজ কুন্দ্রার সহকারী উমেশ কামাতকে গ্রেফতার করে। তাঁকে জিজ্ঞাসাবাদেই উঠে এসেছিল রাজ কুন্দ্রার (Raj Kundra) নাম।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply