Raj Kundra: ১২১টি ভিডিয়ো ১২ লক্ষ ডলারে বিক্রি করতে চেয়েছিলেন রাজ, ফাঁস হোয়াটসঅ্যাপ চ্যাটে
১২১টি ভিডিয়ো ১২ লক্ষ ডলারে বিক্রি করতে চলেছিলেন রাজ কুন্দ্রা। রাজের হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে পাওয়া এই তথ্য শুক্রবার আদালতে পেশ করেছে মুম্বই পুলিশ।
মুম্বই পুলিশের তরফে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে, আন্তর্জাতিক স্তরে ব্যবসা করছিলেন রাজ। সেখানেই ১২১টি ভিডিয়ো ১২ লক্ষ ডলারের (টাকার অঙ্কে যা প্রায় ৮ কোটি ৯৪ লক্ষ) বিনিময়ে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। পুলিশের সন্দেহ, পর্নোগ্রাফির ব্যবসা করে পাওয়া টাকা অনলাইন বেটিংয়ে লাগাতেন রাজ। সেই কারণেই ইয়েস ব্যাঙ্ক এবং আফ্রিকার ইউনাইটেড ব্যাঙ্কে রাজের অ্যাকাউন্ট খতিয়ে দেখতে চাইছে তারা।
পাশাপাশি পুলিশের তরফে আদালতে জানানো হয়, রাজকে গ্রেফতারের পর যে স্যান্ডবক্স পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে যৌন ভিডিয়ো ছিল। যে ৫১টি ভিডিয়োর সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলির মধ্যে ৩৫টি ভিডিয়ো ‘হটশটস’ অ্যাপেও ছিল। পুলিশের অনুমান, রাজের গ্রেফতারের পর অনেক তথ্য মুছে ফেলা হয়েছে। সেগুলোকে পুনরুদ্ধার করার পরিকল্পনা চলছে।
পরবর্তী সময় এই অ্যাপকে আইওএস এবং অ্যান্ড্রয়েড থেকে বাতিল করে দেওয়া হয়। ব্যবসা চালানোর জন্য ‘বলিফেম’ নামে একটি অ্যাপ বাজারে আনার পরিকল্পনা করেছিলেন রাজ।
পর্ন-কাণ্ড: ‘গ্রেফতার আইনসম্মত নয়’, হাই কোর্টের দ্বারস্থ শিল্পার স্বামীর আইনজীবী
পাশাপাশি পুলিশের তরফে আদালতে জানানো হয়, রাজকে গ্রেফতারের পর যে স্যান্ডবক্স পাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে যৌন ভিডিয়ো ছিল। যে ৫১টি ভিডিয়োর সন্ধান পাওয়া গিয়েছে, সেগুলির মধ্যে ৩৫টি ভিডিয়ো ‘হটশটস’ অ্যাপেও ছিল। পুলিশের অনুমান, রাজের গ্রেফতারের পর অনেক তথ্য মুছে ফেলা হয়েছে। সেগুলোকে পুনরুদ্ধার করার পরিকল্পনা চলছে।
পরবর্তী সময় এই অ্যাপকে আইওএস এবং অ্যান্ড্রয়েড থেকে বাতিল করে দেওয়া হয়। ব্যবসা চালানোর জন্য ‘বলিফেম’ নামে একটি অ্যাপ বাজারে আনার পরিকল্পনা করেছিলেন রাজ।
No comments: