Ranveer-Alia-র সঙ্গে করণের 'রকি অউর রানি কী প্রেম কাহানি'তে Tota Roy Chowdhury
করণ জোহরের (Karan Johar)-র পরিচালনায় দেখা যাবে টোটাকে।
Ranveer-Alia-র সঙ্গে করণের 'রকি অউর রানি কী প্রেম কাহানি'তে Tota Roy Chowdhury
নিজস্ব প্রতিবেদন : বলিউডে এর আগেও একাধিক ছবিতে কাজ করেছেন টোটা রায়চৌধুরী(Tota Roy Chowdhury)। সুজয় ঘোষ, মধুর ভান্ডরকর, প্রদীপ সরকারের মতো পরিচালকের ছবিতে কাজ করে ফেলেছেন তিনি। আর এবার করণ জোহরের (Karan Johar)-র পরিচালনায় দেখা যাবে টোটাকে।
কয়েকদিন আগেই রণবীর সিং(Ranveer Sing) ও আলিয়া ভাট(Alia Bhatt)কে নিয়ে 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবিটির কথা ঘোষণা করেছেন করণ জোহর। সেই ছবিতেই রণবীর-আলিয়ার সঙ্গে দেখা যাবে 'শ্রীময়ী'র রোহিত সেনকে। শোনা যাচ্ছে, বলিউডের এই ছবিতে কাজ করার জন্য আপাতত, 'শ্রীময়ী' ধারাবাহিক এবং বাংলার আরও কিছু কাজ থেকে বিরতি নিয়েছেন টোটা। এবিষয়ে Zee ২৪ ঘণ্টা ডিজিটালের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ''হ্যাঁ ছবিটা আমি করছি, এই ছবিতে আলিয়া ভাট ও রণবীর সিং কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন। তার সঙ্গে রয়েছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি ও জয় বচ্চন। আরও অনেকে রয়েছেন , তাঁদের মধ্যে আমিও একজন। সেপ্টেম্বর থেকে শ্যুটিং শুরু। তবে এর বেশি কিছু আমি এখন কিছু বলতে পারব না।''
No comments: