Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » Afghanistan: Kabul-এ পা রাখলেন Taliban নেতা Mullah Baradar, সরকার গঠন সময়ের অপেক্ষা?




মোল্লা বরাদর কি পরবর্তী প্রেসিডেন্ট? জোর জল্পনা। নিজস্ব প্রতিবেদন: তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর থেকেই, একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে গোটা বিশ্বে। কে হবে পরবর্তী প্রেসিডেন্ট? দৌড়ে এগিয়ে তালিবান নেতা হাইবাতুল্লা আখুন্দজাদার (Haibatullah Akhundzada) ডেপুটি বা সহকারী মোল্লা বরাদর (Mullah Baradar)। ইতিমধ্যে শুরু হয়েছে সরকার গঠনের তোড়জোড়। সূত্রের খবর, কাবুলে পৌঁছে গিয়েছেন মোল্লা বরাদর (Mullah Baradar)। শুরু করেছেন সরকার গঠনের কথাবার্তা। Read more তালিবান নেতা ওয়াহেদুল্লাহ হাশিমি (Waheedullah Hashimi) আগেই জানিয়েছিলেন যে শরিয়ত আইন মেনে আফগানিস্তানে প্রতিষ্ঠিত হবে একটি ইসলামিক সরকার। শরিয়ত আইনে গণতন্ত্রের কোনও জায়গা নেই। এছাড়া সে এও জানায়, নির্দিষ্ট কাউন্সিলের দ্বারা পরিচালিত হবে আফগান সরকার। সূত্রের খবর, যার মাথায় বসতে চলেছে তালিবানদের সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদা (Haibatullah Akhundzada)। তার সহকারি কেউ প্রেসিডেন্ট হতে পারে। বর্তমানে তালিবান সুপ্রিম লিডারের তিন জন ডেপুটি বা সহকারি রয়েছেন। তাঁরা হলেন মৌলবি ইয়াকুব, সিরাজউদ্দিন হাক্কানি এবং আব্দুল ঘানি বরাদর বা মোল্লা বরাদর (Mullah Baradar)। তবে দৌড়ে এগিয়ে বরাদরই। আরও পড়ুন: Afghanistan: পাল্টা মার শুরু! বাঘলানের ৩ জেলা থেকে তালিবানকে তাড়াল প্রতিরোধ বাহিনী, নিহত বহু আরও পড়ুন: Afghanistan: 'নিজেদের মতামত চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির', বার্তা Putin-র আব্দুল ঘানি বরাদর বা মোল্লা বরাদর (Mullah Baradar) বর্তমানে সংগঠনটির রাজনৈতিক মার্গদর্শক। ২০১০-এ পাকিস্তানে গ্রেফতরা হন তিনি। আট বছর জেল খাটেন। এরপর তালিবানদের মুখ হয়ে ওঠেন বছর পঞ্চাশের এই জেহাদি নেতা। পাকিস্তান, চিনের শীর্ষ নেতা এবং অপর ইসলামিক আন্দোলনের নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি। টেলিফোনে কথা বলেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) সঙ্গেও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply