Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » নিজের দলে মেসির অবসর চান বেকহ্যাম




২০০০ সালে বার্সেলোনায় নাম লেখান লিওনেল মেসি। বয়স ছিল মাত্র ১৩ বছর। দীর্ঘ ২১ বছরে ছোট্ট শিশু থেকে মহাতারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন মেসি। কাতালান দলটির ইতিহাসে সবচেয়ে সফলতম খেলোয়াড়ও হয়েছেন। ১৭ মৌসুমে ৩৫টি শিরোপায় চুমু খেয়েছেন। নামের পাশে রয়েছে ১০টি লা লিগা, ৭টি কোপা দেল রে, ৪টি চ্যাম্পিয়নস লিগ ও ৩টি ক্লাব বিশ্ব কাপ। ৭৭৮টি ম্যাচে গোল তুলেছেন ৬৭২টি। এমন সব কৃতিত্ব থাকা এই ফরোয়ার্ড আর্থিক চুক্তি নিয়ে আইনি জটিলতার কারণে আর খেলতে পারছেন না দলটিতে। যোগ দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি)। ফ্রেঞ্চ দলটিতে এখনও অভিষেক হয়নি। তার আগে ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহ্যাম মেসিকে নিজের দলে ভেড়ানোর প্রস্তুতি নেয়া শুরু করে দিয়েছেন। চলতি মাসেই পিএসজির সঙ্গে দুই মৌসুমের জন্য চুক্তি করেছেন লিও মেসি। মৌসুম প্রতি ৩ কোটি ৫০ লাখ ইউরো পারিশ্রমিক পাবেন তিনি। ২০২৩ সালে শেষ হবে এই চুক্তি। তার পরই মেজর সকার লিগের দল ইন্টার মায়ামিতে আর্জেন্টাইন অধিনায়ককে দেখতে জান বেকহ্যাম। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই লিগে নিজের ক্যারিয়ারের শেষ সময়টা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। ২০১৮ সালে পরিপূর্ণভাবে দলটি গঠন করেন। প্রধান কোচ হিসেবে নিয়োগ দেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ফিল নেভিলকে। সম্প্রতি আর্জেন্টিনার তারকা স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার ব্লাইস মাতুইদির মতো পরিচিত মুখদের দলে ভিড়িয়ে আলোড়ন তৈরি করেন। অন্যদিকে শুধু বেকহ্যাম নয় তার পুরো পরিবারই যে মেসি ভক্ত বিষয়টি ফুটবল প্রেমীদের অনেক আগে থেকেই জানা। যদিও নতুন মৌসুমে সুবিধা করতে পারছে না বেকহ্যামের মালিকানাধীন দলটি। চলমান লিগে অবস্থান ১১তম। এখন থেকেই ভবিষ্যৎ পরিকল্পনা নিতে শুরু করে দিয়েছে দল। সে অনুযায়ী লিওনেল মেসির সঙ্গে আলোচনা চালিয়ে নিচ্ছে তারা। বিষয়টি নিয়ে সংবাদও প্রকাশ করেছে ইংলিশ গণমাধ্যম ডেইলি মিরর। এদিকে সম্প্রতি মিয়ামি হেরাল্ডের সঙ্গে কথা বলেছেন দলটির সহ স্বত্বাধিকারী জর্স মাস। মেসি তাদের যুক্তরাষ্ট্রের লিগে খেলবেন বিষয়টি নিয়ে বেশ ইতিবাচকও এই ব্যবসায়ী। ‘মেসি ইন্টার মিয়ামির জার্সিতে ক্যারিয়ার শেষ করবে বিষয়টি নিয়ে আমি আশাবাদী। আমাদের প্রজন্মের সেরা খেলোয়াড় নিজের স্বাক্ষর এই দলের জন্য রেখে যাবেন। এর মাধ্যমে আমরা ইন্টার মায়ামিকে সেরা দলে রূপান্তরিত করতে পারব।’ বলেন জর্স মাস। মিয়ামির দলটির অন্যতম বিনিয়োগকারী জানিয়েছেন ডেভিড ব্যাকহামসহ নিজেদের পরিকল্পনার কথা। জর্স মাস আরও বলেন, ‘আমি আর ডেভিড সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সেরাদের সেরা খেলোয়াড়কে খেলাতে চাই। মেসি প্রজন্মের সেরা, তর্কসাপেক্ষে সর্বকালের সেরা






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply