Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » টেস্ট চ্যাম্পিয়নশিপে মুখোমুখি ভারত-ইংল্যান্ড




ক্রিকেটের মোড়লসম দুই দেশ ইংল্যান্ড ও ভারত। বুধবার (৪ আগস্ট) এ দুই দেশের ম্যাচ দিয়েই মাঠে গড়াচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ মৌসুম। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে রবি শাস্ত্রীর শিষ্যরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় মৌসুম এটি। প্রথম মৌসুমে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। রানার্স আপ ভারতের ম্যাচ দিয়েই এবার নতুন মৌসুমের খেলা মাঠে গড়াচ্ছে। ভারত-ইংল্যান্ডের এ ম্যাচটি শুরু হবে বুধবার (৪ আগস্ট) বিকাল ৪টায়। তার আগে টেস্ট নিয়ে রোমাঞ্চিত দুই দলের খেলোয়াড় ও সমর্থরা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচকে সামনে রেখে ইংল্যান্ডের পেস বোলার জেমস অ্যান্ডারসন গুরুত্বপূর্ণ এক বিষয়কে সামনে নিয়ে এসেছেন। শেষবার ইংল্যান্ড যখন ভারতে সিরিজ খেলতে এসেছিল, তখন নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট ছিল একেবারেই খেলার অনুপযোগী। তার সুর ধরেই অনেকটা মজা করে অ্যান্ডারসন বলেছেন, আমরাও যদি পিচে ঘাস বা এ জাতীয় কিছু রেখে দিই তা হলে বিরাট কোহলিা হয়তো কিছু মনে করবে না। তারা স্বাগতিক হওয়ার সুবিধা নিয়েছিল, আমরাও তাহলে নিতে পারি। ভারতের আজিঙ্কা রাহানের বক্তব্যে উঠে এসেছে তাদের ব্যাটিং গভীরতার কথা। তিনি বলেন, প্রয়োজনে সার্দুল ঠাকুরও ব্যাট করতে পারবে, আপনারা তা দেখেছেনও। অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ে বলের পাশাপাশি ব্যাট হাতেও ওর অনেক গুরুত্বপূর্ণ অবদান ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম মৌসুমের তুলনায় এ মৌসুমে বেশ কিছু নিয়মে বদল এসেছে। পুরান নিয়মানুযায়ী পাঁচ ম্যাচ সিরিজের কোনো টেস্টে জয় পেলে দেওয়া হতো ২৪ পয়েন্ট, পুরো সিরিজে পয়েন্ট বরাদ্দ ছিল ১২০। নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি সিরিজে একটি ম্যাচের জন্য ১২ পয়েন্ট বরাদ্দ, পাঁচ ম্যাচের সিরিজ হলে মোট পয়েন্ট ৬০। ম্যাচ ড্র হলে উভয় দল ৪ পয়েন্ট করে পাবে, টাই হলে পাবে ৬ পয়েন্ট করে। ২০১৯-২১ মৌসুমে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল ভারত। শিরোপার স্বাদ আর নেয়া হয়নি ভিরাট কোহলির দলের। গত জুনে সাউদাম্পটনের সেই ফাইনালে ৮ উইকেটে জয় পায় কেন উইলিয়ামস বাহিনী। পরপর দুটি ফাইনালে এসে অবশেষে সফল হয় ব্লাক ক্যাপস দল। দুই ইনিংসে ৭ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন কাইলে জেমিসন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply