Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » এবার গজনীতে বিজয়ের পতাকা উড়াল তালেবান




আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবান দেশটির গুরুত্বপূর্ণ শহর গজনী দখল করে নিয়েছে। বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস জানায়, এর মধ্যে ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১০টি দখল করে নিল তারা। এপি জানায়, আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে মাত্র ১৫০ কিলোমিটার দূরে গজনী শহর। বৃহস্পতিবার (১২ আগস্ট) গজনী প্রদেশের আফগান আইন প্রণেতা এবং বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি। এদিকে গজনী দখলের মধ্য দিয়ে কাবুলের খুব কাছাকাছি চলে এসেছে তালেবান গোষ্ঠী। এদিকে বার্তা সংস্থা এএফপি’কে গজনীর প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফাকিরি জানান, ‘তালেবান গজনী শহরের প্রধান স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা গভর্নরের কার্যালয়, পুলিশ সদর দফতর এবং কারাগারে তাদের পতাকা তুলে দিয়েছে।’ তিনি আরও বলেন, গজনী শহরের বেশ কিছু অংশে আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের তুমুল লড়াই চলছে। তবে গজনীর নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতেই। এদিকে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে গজনী দখলের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১০ আগস্ট) একদিনেই তিনটিসহ এ পর্যন্ত মোট ৯টি প্রাদেশিক রাজধানীতে তালেবান তাদের পতাকা উড়িয়েছে। গজনীর আগে তালেবানের হাতে পতন হ্ওয়া প্রাদেশিক রাজধানীগুলো হচ্ছে—কাবুল থেকে দেড়শ কিলোমিটার উত্তরের বাগলান প্রদেশের রাজধানী পুল-ই-খুমরি, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ফারাহের একইনামের রাজধানী ও অসমতল বাদাখসানের রাজধানী ফাইজাবাদ। এর আগে তালেবানের দখলে নেওয়া ছয় প্রাদেশিক রাজধানী হচ্ছে—নিমরোজ প্রদেশের জারানজ, জাওজানের শেবারগান, কুন্দুজ, সার-ই-পুল, তাখার প্রদেশের তালোকান এবং সামানগান প্রদেশের আইবাক। এদিকে আফগানিস্তানে সশস্ত্র গোষ্ঠী তালেবানের দেশজুড়ে অপ্রতিরোধ্য পরাক্রমের মধ্যেই দেশটির বর্তমান সরকারের মনোনীত সেনাপ্রধান ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে বরখাস্ত করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বুধবার (১১ আগস্ট) এ তথ্য জানিয়েছে পাকিস্তানের জিও টিভি। এদিকে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে জানায়, জেনারেল হেবাতুল্লাহ আলীজাইকে ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইর স্থলাভিষিক্ত করা হয়েছে। জেনারেল আলীজাই এতদিন আফগান বিশেষ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন। ওই পদে সেনাবাহিনীর ২১৫ নম্বর ডিভিশনের কমান্ডার সামি সাদাতকে নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র দু’মাস আগে জেনারেল ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। সম্প্রতি তালেবানের সঙ্গে আফগান বাহিনীর যুদ্ধ তীব্র হওয়ার পর ওয়ালি মোহাম্মাদ আহমাদজাইকে কোনো ফ্রন্ট পরিদর্শন করতে দেখা যায়নি। এর আগে একাধিক আফগান সংসদ সদস্য তাকে অযোগ্য ঘোষণা করে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply