Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি করছে ম্যান ইউ




ক্রিস্টিয়ানো রোনালদোর মেডিক্যাল সম্পন্ন হয়েছে। ছবি : সংগৃহীত ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর তিনি কত নম্বর জার্সি পাচ্ছেন, কয় বছরের জন্য চুক্তি হচ্ছে— তা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। নতুন খবর হলো, রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি করতে যাচ্ছে ম্যান ইউ। স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, রোনালদোর মেডিক্যাল সম্পন্ন হয়েছে লিসবনে। রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি সই করার কথা শোনা গেলেও তা এক বছর বাড়িয়ে নেওয়ার শর্তও যোগ করা হয়েছে। চুক্তির শর্ত নিয়ে দুই পক্ষ নাকি সহমতে পৌঁছেছে। আগামীকাল মঙ্গলবার রাতের মধ্যে চুক্তির বাকি প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে শোনা গেছে। এদিকে রোনালদো ও ৭ নম্বর জার্সি, এই দুটি যেন সমার্থক হয়ে গিয়েছিল। ম্যানচেস্টার থেকে মাদ্রিদ হয়ে তুরিন, সব জায়গাতেই এই জার্সি পরে খেলেছেন। স্পোর্টিং ক্লাব দে পর্তুগালে ২৮ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। এরপর ম্যানচেস্টারে ফার্গুসানের ইচ্ছাতেই প্রথম ৭ নম্বর জার্সি গায়ে দিয়ে খেলেন রোনালদো। পর্তুগালের মাদেইরায় জন্ম নেওয়া এক সাধারণ পরিবারের তরুণ থেকে ‘সিআর ৭’ হয়ে উঠেন রোনালদো। গোল ডটকমের খবরে জানা গেছে, আবার দলে ফিরলেও ম্যান ইউর সাত নম্বর জার্সি সম্ভবত আর তাঁর হাতে তুলে দেওয়া সম্ভব হবে না। অবশ্য ম্যান উইতে অ্যালেক্সিস সানচেজ, রাদামেল ফালকাও, অ্যাঞ্জেল ডি'মারিয়ার মতো তারকারা এই ৭ নম্বর জার্সি পরে খেললেও খুব একটা সাফল্য পাননি। তবে ইউনাইটেডের হয়ে এই ৭ নম্বর জার্সির মাধুর্য কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন এডিনসন কাভানি। উরুগুয়ান তারকা নিজের জার্সি নম্বর ছেড়ে দিতেও রাজি হয়েছিলেন। তবে কাভানি চাইলেও রোনালদো ৭ নম্বর জার্সি পরতে পারবেন না। কারণ প্রিমিয়ার লিগে সব ক্লাবেরই এই মৌসুমের জন্য জার্সি নম্বর রেজিস্টার করানো হয়ে গেছে। তবে কাভানি দল ছাড়লে তবেই রোনালদো সাত নম্বর জার্সি পরতে পারবেন। তবে কাভানির দল ছাড়ার কোনো পরিকল্পনা নেই। ফলে রোনালদো যে সাত নম্বর জার্সি পরে খেলা হচ্ছে না, তা একপ্রকার নিশ্চিত। ম্যান ইউতে বর্তমানে ১২ ও ১৫ নম্বরের পাশপাশি ২৮ নম্বর জার্সি ফাঁকা রয়েছে। লিওনেল মেসি পিএসজিতে গিয়ে তাঁর শুরুর দিকের ৩০ নম্বর জার্সি বেছে নিয়েছেন। রোনালদো সেই পথে হাঁটেন কি না এখন সেটাই দেখার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply