Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সতীর্থদের বিদায় জানালেন রোনালদো




য়্যুভেন্তাসে সতীর্থদের থেকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। অনুশীলনের মাঝ পথ থেকে বেরিয়ে যান তিনি। কয়েক ঘণ্টার মধ্যেই নাকি ক্লাব ছাড়ছেন তারকা ফুটবলার। শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে স্কাইস্পোর্টসের প্রতিবেদনে এমনটা জানা গেছে। এদিন সকালে অনুশীলনের মাঝ পথেই সতীর্থদের উদ্দেশে বিদায় বলে বেরিয়ে যান রোনালদো। বলেছেন, এই প্রশিক্ষণ খুব মিস করবেন। রোনালদো ও ম্যানচেস্টার সিটিকে নিয়ে তুমুল গুঞ্জন চলছে কয়েকদিন ধরেই। সে আগুনে এবার ঘি ঢাললেন সিআর সেভেন নিজেই। য়্যুভেন্তাস ছেড়ে নাকি ইংল্যান্ডের ক্লাবটিতে যোগ দিচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। তবে কোন ক্লাবে পাড়ি জমাচ্ছেন সে ব্যাপারে নিশ্চিত করেননি তিনি। শুক্রবার সকালে প্রায় দেড় ঘণ্টার মতো তুরিনের বুড়িদের সঙ্গে প্রশিক্ষণ গ্রাউন্ডে দেড় ঘণ্টার মতো ছিলেন। সতীর্থদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে যান তিনি। তুরিনের ক্লাবটির কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি বলেছেন, রোনালদো জানিয়েছেন ক্লাবটিতে থাকার তার কোনো ইচ্ছা নেই। তাই আজ অনুশীলন করেননি তিনি। শনিবার (২৮ আগস্ট) ইম্পোলির বিপক্ষে ম্যাচেও খেলবেন না রোনালদো।‌ সিটিজেনদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করানোর জন্য আলোচনা চলছে। তিনি আরও বলেন, আমি রোনালদোকে নিয়ে হতাশ নই। তার হয়তো এখন এখানে ভালো লাগছে না। এখানে তিন বছর কাটিয়েছে সে। এখন নতুন ক্লাবে যেতে চাইছে, এটা খুবই স্বাভাবিক। জানা গেছে, তুরিনের বুড়িরা ৩৬ বছর বয়সী সুপারস্টারের ট্রান্সফার ফি ২৫ মিলিয়ন ইউরো চাইছে। পাশাপাশি সিটি ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে স্বাক্ষর করাতে আগ্রহী। কিন্তু সিটিজেনরা ট্রান্সফার ফি দিতে চায় না বা এই মৌসুমে তাদের ব্রাজিলিয়ান তারকাকে ছাড়তে চাইছে না। আরও পড়ুন: এমবাপ্পের রিয়ালে যাওয়া সময়ের ব্যাপার মাত্র! পর্তুগিজ সুপারস্টারের দলবদল ফি কত হতে পারে, সেটি নিয়ে তুরিনের বুড়িদের সঙ্গে সিটির বোঝাপড়া হয়ে গেলেই ইংলিশ ফুটবল এবারের দলবদলে সবচেয়ে বড় ঘটনাটি দেখবে। য়্যুভেন্তাস এখনও রোনালদোর জন্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আনুষ্ঠানিক চুক্তির আগে কিছু বিষয় আছে। আগামী মঙ্গলবার (৩১ আগস্ট) ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে তা সম্পন্ন করতে হবে। তাই যা করার, তা এ সময়ের মধ্যেই করতে হবে। ২০১৭ সালে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে য়্যুভেন্তাসে পাড়ি জমান রোনালদো। বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার ক্লাবটিতে যাওয়ার পর খুব বেশি সাফল্য পায়নি ক্লাবটি। ড্র দিয়ে য়্যুভেন্তাসের লিগ অভিযান শুরুর থেকেও বেশি করে চর্চায় রোনালদোর ডাগআউটে বসে থাকা। যদিও কোচ আলেগ্রি স্পষ্টভাবে বলেন, ‘ক্রিস্টিয়ানো ওকে। এটা মৌসুমের শুরু মাত্র, সবাই এখন খেলা নিয়ে ভাবছে। তাকে বেঞ্চে রেখেছি, যখন প্রয়োজন পড়েছে মাঠেও তো নামিয়েছি। সে অন্য সবার মতো। খেলেছেও ভালো, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোলটি বাতিল হয়ে গেছে।’






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply