Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু




ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট। ফাইল ছবি ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ জন করোনা পজিটিভ ছিলেন। অপর আট জন করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৫ দশমিক ৯৩ শতাংশ। এদিকে, হাসপাতালটির করোনা ইউনিটে রোগীদের অতিরিক্ত চাপ রয়েছে। শয্যার চেয়ে ভর্তি রয়েছে দ্বিগুণ সংখ্যক রোগী। ফলে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের মুখপাত্র ডা. মো. মহিউদ্দিন খান এসব তথ্য জানিয়েছেন। ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হামিদা (৬১), জরিনা (৩৫), তাপস (৬২), গফরগাঁওয়ের রিয়াজুন্নাহার (৭৫), রুবেল (৪০), ত্রিশালের মুরশিদা (৫০), মুক্তাগাছার হাসান আলী (৮০), নেত্রকোনা সদরের শাহজাদা (৬৫) ও পূর্বধলার ফরিদা (৫৩)। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের হাজি দেওয়ান (১০১), ফরিদা বেগম (৬৭), সুফিয়া (৬৫), মুক্তাগাছার ইউসুফ আলী (৬০), নেত্রকোনা সদরের মালেহা (৬০), শেরপুর সদরের আব্দুল মতিন (৫০), গাজীপুরের শ্রীবরদী উপজেলার তাসলিমা (২৫) ও সিরাজগঞ্জ সদরের ফজলু (৫০)। ডা. মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে মোট ৪২০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে ২২ জন। এদিকে, জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ২০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে অ্যান্টিজেন টেস্টে ৯১ জন এবং আরটি-পিসিআর টেস্টে ১১৭ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৫ দমমিক ৯৩ শতাংশ। শনাক্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ১০৫ জন, নান্দাইলের তিন জন, ঈশ্বরগঞ্জের দুজন, গৌরীপুরের চার জন, ফুলপুরে আট জন, তারাকান্দার পাঁচ জন, ধোবাউড়ার ছয় জন, মুক্তাগাছায় ২৩ জন, ফুলবাড়িয়ার দুজন, ত্রিশালের ১১ জন, ভালুকার ২৩ জন ও গফরগাঁওয়ের ১৬ জন রয়েছে। এদিকে, এখন পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ১৭ হাজার ৬৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৯৬ জন। এ ছাড়া সুস্থ হয়েছে ১২ হাজার ৯৩৮ জন। বর্তমানে চার হাজার ৭২৪ জন রোগী জেলার বিভিন্ন হাসপাতালে অথবা বাড়িতে চিকিৎসা নিচ্ছে






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply