Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » ফুসফুস প্রতিস্থাপনের অনন্য নজির গড়ল কলকাতা




মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে লাইফ সাপোর্টে টানা ১০৬ দিন ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের এক ব্যক্তি। ফুসফুস প্রতিস্থাপনের অনন্য নজির গড়ল কলকাতা করোনায় একেবারেই নষ্ট হয়ে যায় তার দুই ফুসফুস। সেই ব্যক্তির শরীরে সফল ফুসফুস প্রতিস্থাপন করলেন কলকাতার চিকিৎসকরা। চিকিৎসকদের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ এবং হিন্দুস্তান টাইমস জানায়, ফুসফুস প্রতিস্থাপনের পর ওই ব্যক্তির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। হিন্দুস্থান টাইমস জানায়, তিন মাস আগে কলকাতায় তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ৪৬ বছর বয়সী দীপক হালদার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।ওই ব্যক্তি বাম ফুসফুসটি পুরোপুরি নষ্ট হয়ে যায়। ডান দিনের ফুসফুস দিয়ে কাজ চালানো সম্ভব ছিল না। ফলে ফুসফুস প্রতিস্থাপন করা ছাড়া চিকিৎসকদের কাছে আর কোনও উপায় ছিল না। এদিকে গুজরাটের সুরাটের ইউনাইটেড গ্রিন নামে একটি হাসপাতালে ব্রেন ডেথ হওয়া ৫৬ বছরের এক ব্যক্তির ফুসফুস প্রতিস্থাপনযোগ্য বলে চিকিৎসকরা মনে করেন। সোমবার( ২০ সেপ্টেম্বর) ফুসফুসটিকে নিয়ে সংরক্ষিত অবস্থায় সেটিকে বিশেষ বিমানে নিয়ে আসেন চিকিৎসকরা। রাত ১০টার বিশেষ বিমানে সেটিকে কলকাতার হাসপাতালে আনা হয়। ১৫ মিনিটের মধ্যে বিমানবন্দর থেকে সেটি পৌঁছে যায় হাসপাতালে। পুরো রাত ধরে অস্ত্রোপচার করার পর মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) সকালে কলকাতার মেডিকা হাসপাতালে ওই ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন করা হয় রোগীর শরীরে। চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। মানুষের শরীরে যে সব অঙ্গ প্রতিস্থাপন করা যায় ফুসফুস প্রতিস্থাপন তার মধ্যে সব থেকে জটিল এবং ঝুঁকিপূর্ণ। এই অস্ত্রোপচারটি করতে ৬-৮ ঘণ্টা সময় লাগে। যে ব্যক্তির শরীরে প্রতিস্থাপন করা হচ্ছে তিনি সম্প্রতি করোনামুক্ত হয়েছেন বলে জানান তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply