Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » প্রথম দলিত মুখ্যমন্ত্রী পেলো পাঞ্জাব




ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে সোমবার শপথ নিয়েছেন কংগ্রেস নেতা চরণজিৎ সিং। এর মধ্য দিয়ে প্রথম কোনও দলিত মুখ্যমন্ত্রী পেলো পাঞ্জাব রাজ্য। খবর দ্য ট্রিবিউন ও টাইমস অব ইন্ডিয়ার। এসময় সুখজিন্দার সিং রান্ধাওয়া এবং ওপি সনিও শপথ নেন। তারা দুজনই উপ-মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। নিয়োগ পাওয়া দুই উপ-মুখ্যমন্ত্রীর একজন জাঠ শিখ এবং অন্যজন হিন্দু পাঞ্জাবি। ধারণা করা হচ্ছে, এই দুই সম্প্রদায়ের মানুষের মন রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজভবনে ওই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। পাঞ্জাবের গভর্নর বানওয়ারিলাল পুরোহিত ৫৮ বছর বয়সী চরণজিতের শপথ পড়ান। শপথগ্রহণ অনুষ্ঠানে প্রখ্যাতদের মধ্যে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী এবং পাঞ্জাব কংগ্রেসের প্রধান নভজোৎ সিং সিধু। তবে কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানো অমরিন্দর সিং শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। চরণজিৎ তিনবারের বিধায়ক। তিনি অমরিন্দর মন্ত্রিসভায় কারিগরি শিক্ষামন্ত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, বিরোধী আকালি দল এবং মায়াবতীর বহুজন সমাজ পার্টির বিরুদ্ধে জয় তুলে নিতে চরণজিতকে মুখ্যমন্ত্রী করা হয়েছে। কারণ পাঞ্জাবে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৩১ শতাংশ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply