Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » যুক্তরাজ্যে নামছে সেনাবাহিনী!




যুক্তরাজ্যে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল না কিনতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। যুক্তরাজ্যে নামছে সেনাবাহিনী! চলমান সঙ্কট অনেকটাই স্বাভাবিকের পথে বলেও জানান তিনি। জ্বালানি সঙ্কট সমাধানে এই সপ্তাহেই মাঠে নামছে সেনাবাহিনী। তবে, জনসন সঙ্কট নিরসনের কথা বললেও, পেট্রোল পাম্পগুলোতে এখনো তেলের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মানুষকে। মঙ্গলবার রাতে লন্ডনের পেট্রোল পাম্পগুলোতে তেলের জন্য গাড়ির এই দীর্ঘ লাইনই বলে দিচ্ছে কতোটা তীব্র আকার ধারণ করেছে ব্রিটেনের চলমান জ্বালানী সঙ্কট। পর্যাপ্ত তেল না থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না পাম্পগুলো। গেল পাঁচদিনে বন্ধ হয়ে গেছে অনেক পাম্প, যা ক্ষোভের সৃষ্টি করেছে সাধারণ মানুষের মধ্যে। চলমান সঙ্কটের মুখে মঙ্গলবার প্রথমবারের মতো জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বলেন, সঙ্কট নিরসনে কাজ করছে তার সরকার। এরইমধ্যে বিভিন্ন জায়গায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে জ্বালানি তেলের সঙ্কট সমাধান হবে। এজন্য নাগরিকদের সহযোগিতাও চান জনসন। প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনতে জনগণের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। আরও পড়ুন: পরীমনির রিমান্ড: দুই বিচারককে ফের ব্যাখ্যার নির্দেশ তিনি বলেন, জ্বালানি সঙ্কটের কারণে মানুষের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে তা দ্রুতই শেষ হবে। তেল সরবরাহকারী কোম্পানিগুলো কাজ শুরু করেছে। সঙ্কট মোকাবিলায় সবার উচিৎ স্বাভাবিকভাবে তেল কেনা। আর, চালকের যে সঙ্কট তৈরি হয়েছে তা বিশ্বজুড়েই চলছে। আমরা সবাই একটা সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছি। এদিকে, জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারকে সহযোগিতায় প্রস্তুত ব্রিটিশ সেনাবাহিনী। সরবরাহ স্বাভাবিক করতে চলতি সপ্তাহেই ১৫০টি সামরিক ট্যাঙ্কার কাজ শুরু করবে বলে জানা গেছে। বেক্সিটের কারণে বহু লরি চালক ব্রিটেন থেকে চলে যাওয়ায় দেশটিতে তীব্র সঙ্কট তৈরি হয়েছে। যুক্তরাজ্যে এই মুহূর্তে এক লাখ চালকের সঙ্কট রয়েছে। আর দক্ষ চালক না থাকায় জ্বালানি সরবরাহে দেখা দিয়েছে নানা জটিলতা। তবে, সংকট নিরসনে এরইমধ্যে বিদেশি চালক নিয়োগ দেয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply