Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » জয় দিয়ে সিরিজ শেষ করল আফগানরা




অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলো নেমেছে প্রস্তুতিতে। সে অনুযায়ী বাংলাদেশ সফরে আফগানরা এসেছে পাঁচ ম্যাচের ওয়ানডে ও ১টি চারদিনের ম্যাচ খেলতে। সিলেটে অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচ। রোববার শেষ হয়েছে ওয়ানডে সিরিজ। প্রথম ৩ ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। তবে হারতে হয়েছে শেষ দুটিতে। সিলেটে শেষ ম্যাচে টস জিতে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এদিন ব্যর্থ হয়েছে ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রানের ইনিংস খেলেন আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ২৬ রান আসে ওপেনার ইফতেখার হোসেনের ব্যাটে। বাকিরা ব্যর্থ হয় বিশ রানের কোঠা পার করতেও। আফগান যুবাদের বোলিং তোপে শেষ পর্যন্ত ৪৭.৪ ওভারে ১৫৫ রানে গুটিয়ে যায় যুবা টাইগাররা। আফগানদের পক্ষে ৩টি করে উইকেট নেন বিলাল সামি, নানগেয়ালিয়া খারোটে। ২ উইকেট করে নেন ইজহারুলহক নাবিদ ও শাহিদুল্লাহ হাসানি। জবাবে ব্যাট করতে নেমে আফগানদেরও খেলতে হয় শেষ ওভার পর্যন্ত। শেষ ওভারে প্রয়োজন ছিল ৭ রানের। আশিকুর জামানের করা ওভারের প্রথম বলেই ছয় হাঁকিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেন আফগান ব্যাটার নাবিদ। তৃতীয় বলে কোনও রান না নিলেও তৃতীয় বলে এক রান নিয়ে ম্যাচ জিতে সফরকারীরা। এর আগে দুই ওপেনারের বিদায় হয় দলীয় ২৪ রানের ভেতর। এরপর ইশরাক জাজাই খেলেন ৫২ (৭৯) রানের ইনিংস। এছাড়া ইজাজ আহমেদ ৩২, নাবিদ খেলেন অপরাজিত ২৯ রানের ইনিংস। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন আশিকুর জামান। ১টি করে উইকেট নেন মুসফিক হাসান, নাইমুর রহমান ও আইচ মোল্লা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply