Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ভারতে আবারও চোখ রাঙাচ্ছে করোনা




করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু। চলতি সপ্তাহের শুরু থেকে সারা বিশ্বে সংক্রমণ ও মৃত্যু ওঠানামা করছে। এর মধ্যে কয়েক দিন ধরে শঙ্কা বাড়ছে ভারতে। আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে পরপর তিন দিন ৩০ হাজার ছাড়াল দৈনিক করোনা সংক্রমণ। শনিবার (১৮ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৬২ জন, যা শুক্রবারের তুলনায় প্রায় এক হাজার বেশি। সব মিলিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা হলো ৩ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৩৯০। সংক্রমণ বৃদ্ধিতে গত ২৪ ঘণ্টায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যা। প্রায় দেড় হাজার বেড়ে সক্রিয় রোগীর সংখ্যা হলো ৩ লাখ ৪০ হাজার ৬৩৯। আক্রান্ত বাড়লেও শনিবার কমেছে দেশটির দৈনিক মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২৮১ জনের। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস ভারতে প্রাণ কেড়েছে ৪ লাখ ৪৪ হাজার ৫২৯ জনের। দেশটির মধ্যে মৃত্যু তালিকার শুরুতে রয়েছে কেরালা (১৩১) এবং মহারাষ্ট্র (৬৭)। তার পর কর্নাটক (১৮) এবং তামিলনাড়ু (১৭)। বাকি সব রাজ্যেই মৃত্যু ১০-এ নিচে রয়েছে। আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু কমেছে কেরালায় সপ্তাহের শুরুতে দৈনিক আক্রান্ত নেমেছিল ১৫ হাজারের আশপাশে। কিন্তু গত দু’দিন ধরে তা ফের ২০ হাজার ছাড়াচ্ছে। গত ২৪ ঘণ্টায় দক্ষিণের এই রাজ্যে সংক্রমিত হয়েছেন ২৩ হাজার ২৬০ জন। মহারাষ্ট্রে তা ৩ হাজার ৫৮৬। এর পর রয়েছে তামিলনাড়ু (১,৬৬৯), অন্ধ্রপ্রদেশ (১,৩৯৩) কর্নাটক (১,০০৩)। তবে মিজোরামের পরিস্থিতি এখনও লাগামছাড়া। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত হয়েছেন এক হাজার ৪৭৬ জন। এদিন রেকর্ড সংখ্যক ভ্যাকসিনেশন হয়েছে ভারতে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আড়াই কোটি টিকার ডোজ বিতরণ করা হয়েছে। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ২৭ লাখ ৯৯ হাজার ৯০৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯০ হাজার ৭১৪ জনের। ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে গতকালের তুলনায় করোনায় আক্রান্ত-মৃত্যু কমেছে। এ সময় মারা গেছেন আরও ৮ হাজার ৪৪৭ জন এবং আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৮৮৭ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মারা গেছেন ৪৬ লাখ ৯২ হাজার ২৮০ জন এবং আক্রান্ত হয়েছেন ২২ কোটি ৮৩ লাখ ৭৪ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৫৭১ জন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply