Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » ধেয়ে এল আগুনে গতির বল, ব্যাট স্পর্শ করাতেই দু'টুকরো! হতবাক ক্রিস গেইল




Chris Gayle:

ব্যাটের হ্যান্ডেল থেকে যায় গেইলের হাতে। ব্যাটের বাকি অংশ পড়ে থাকে পিচে। Chris Gayle: ধেয়ে এল আগুনে গতির বল, ব্যাট স্পর্শ করাতেই দু'টুকরো! হতবাক ক্রিস গেইল নিজস্ব প্রতিবেদন: ক্য়ারিবিয়ান প্রিমিয় লিগের (CPL) দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল সেন্ট কিটস ও নেভিস প্যাট্রিয়টস। ম্যাচ শুধুই ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটের সাক্ষী থাকল না, সাক্ষী থাকল ব্যাট ভাঙারও! প্যাট্রিয়টসের হয়ে ব্যাট হাতে নেমেছিলেন গেইল। প্যাট্রিয়টস ইনিংসের চতুর্থ ওভারে বোলিং করছিলেন সেন্ট কিটসের ওডিয়ান স্মিথ। তাঁর দ্বিতীয় ডেলিভারিই গেইলের ব্যাট ভেঙে দু'টুকরো করে দিল। আগুনে গতি সম্পন্ন বল গেইল ব্য়াটে স্পর্শ করানোর সঙ্গেই ভেঙে যায়। ব্যাটের হ্যান্ডেল থেকে যায় গেইলের হাতে। ব্যাটের বাকি অংশ পড়ে থাকে পিচে। এই ঘটনায় প্রথমে হতবাক হয়ে যান ক্যারিবিয়ান কিংবদন্তি। তারপরেই নন-স্ট্রাইকিং এন্ডে দাঁড়ানো সতীর্থ এভিন লিউইসের সঙ্গে হাসাহাসিতে মেতে ওঠেন তিনি। ম্যাচের ধারাভাষ্য দিচ্ছিলেন সাইমন ডুল। তিনিই জানান যে, ঘণ্টায় প্রায় ১৫৫ কিমি গতিবেগে বলটি করেছিলেন স্মিথ। গেইল নতুন ব্যাট নিয়ে চেনা বিধ্বংসী ইনিংসই খেলেন। ২৭ বলে ৪২ রানের ইনিংস আসে তাঁর ব্যাট থেকে। গায়ানাকে সাত উইকেটে হারিয়ে দেয় প্যাট্রিয়ট পৌঁছে যায় ফাইনালে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply