Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » মার্কিন ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো আমির খানকে




করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় মুখঢাকা নিয়ে তর্কের জেরে ব্রিটিশ বক্সার আমির খানকে যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এতে আমেরিকান এয়ারলাইনসের ৩৪ বছর বয়সী এই ক্রীড়াবিদ বলেন, এক সহকর্মীসহ আমেরিকান এয়ারলাইনসের একটি প্লেন থেকে তাদের বের করে দেওয়া হয়েছে। এর আগে তার বন্ধুর মাস্ক পর্যাপ্ত উঁচু না বলে কেউ একজন পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। এরপরে তাদের নামিয়ে দেওয়া হয়। এয়ারলাইনস বলছে, দুই ব্যক্তি ক্রুদের নির্দেশ মানতে অস্বীকার করার পর ফটক থেকে ফ্লাইটটি ফিরে এসেছে। এটি নিওয়ার্ক বিমানবন্দর থেকে ডালাস-ফোর্ট ওয়ার্থের দিকে যাওয়ার কথা ছিল। তবে এতে পুলিশের কোনো হস্তক্ষেপ ছিল না বলে দাবি করেছে আমেরিকান এয়ারলাইনস। তাদের এক মুখপাত্র বলেন, আমির খানের অভিজ্ঞতা সম্পর্কে জানতে তার সঙ্গে যোগাযোগ করেছে আমাদের গ্রাহক সম্পর্ক টিম। এতে আমাদের গ্রাহক ও ক্রুদের নিরাপত্তা বাস্তবায়নের নীতির প্রতি জোর দেওয়া হয়েছে। টুইটারে পোস্ট করা এক ভিডিওতে আমির খান দাবি করেন, নিউইয়র্কে অবস্থান করার পর কলোরাডোর একটি প্রশিক্ষণ শিবিরে যাওয়ার কথা ছিল। কিন্তু এয়ারলাইনসকর্মীদের আচরণের তিক্ত অভিজ্ঞতায় বিরক্ত নিয়ে বিমান থেকে নেমে আসতে হয়েছে। আরও পড়ুন: টোকিও জয় করা রুশ ক্রীড়াবিদদের বিপুল সংবর্ধনা বোল্টন থেকে সাবেক এই লাইট-ওয়েলটারওয়েট ওয়ার্ল্ড বিজয়ী বলেন, আজ আমাকে ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কলোরাডো স্প্রিংসের একটি প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়ার কথা ছিল আমার। কিন্তু পুলিশ বিমান থেকে আমাদের নামিয়ে দিয়েছে। তিনি বলেন, আমেরিকান এয়ারলাইনস কর্মীদের থেকে একটি অভিযোগ এসেছিল। তা হচ্ছে, আমার সহকর্মীর মুখের মাস্ক যথেষ্ট উপরে ছিল না। তারা বিমান বন্ধ করে দেন এবং বন্ধুসহ আমাকে ফ্লাইট থেকে নামিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের কোনো ভুল ছিল না। এই ব্রিটিশ ক্রীড়াবিদ বলেন, প্রশিক্ষণ শিবিরে যেতে আমাদের আরেকটি বিমানের অপেক্ষায় থাকতে হচ্ছে। এটি অবশ্যই হতাশাজনক আচারণ। আমাদের সঙ্গে বিরূপ আচরণের কোনো কারণ ছিল না। আমেরিকান এয়ারলাইনসের ওপর আমি বিরক্ত। তারা আমাকে ভ্রমণের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু আমেরিকান এয়ারলাইনস বলছে, সেলফোন এয়ারোপ্লেন মোডে ও মালপত্র একসঙ্গে গুছিয়ে রাখতে বিমানকর্মীরা বারবার অনুরোধ করলেও তারা তা মানতে অস্বীকার জানিয়েছেন। পরে নিউজার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইট ৭০০ ফটক থেকে ফিরে আসে। তারা কেন্দ্রীয় সরকারের মুখঢাকা নীতিমালাও অনুসরণ করছিলেন না। এয়ারলাইনসটি জানায়, প্রটোকল অনুসারে গেট থেকে বিমানটি ফিরে আসার সময় পুলিশ উপস্থিত ছিল। কিন্তু যাত্রীদের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা ছিল না। আমির খান কিংবা তার সহকর্মীকে আমেরিকান এয়ারলাইনসে নিষিদ্ধও করা হয়নি বলে তারা জানিয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply