sponsor

sponsor


Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এসিল্যান্ড অফিসের কর্মচারীরা একই স্টেশনে তিন বছরের বেশি নয়
সহকারী কমিশনার (ভূমি) অফিসে তিন বছরের বেশি সময় ধরে একই স্টেশনে কর্মরত কর্মচারীদের বদলির সুপারিশ করেছেন সংসদীয় কমিটি। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, মনোরঞ্জন শীল গোপাল, মো. হাবিবর রহমান, মো. শাহজাহান মিয়া, উম্মে ফাতেমা নাজমা বেগম ও মো. আমিনুল ইসলাম অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, সহকারী কমিশনার কার্যালয়ের নিম্নস্তরের কর্মচারীদের দুর্নীতি ও অনিয়মে সম্পৃক্ততার অভিযোগের সূত্র ধরে তাদের বদলির প্রসঙ্গটি আলোচনা হয়। বৈঠকে বলা হয়, একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার ফলে এসব কর্মচারী নানা অনিয়মে জড়িয়ে পড়েন। তিন বছরের বেশি সময় একই স্টেশনে থাকলেই তাদের বদলির সুপারিশ করেছেন কমিটি। তবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভূমি অফিসে কর্মরত তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা মূলত সংশ্লিষ্ট জেলা প্রশাসনের অধীন। বিদ্যমান নিয়মে জেলার বাইরে তাদের বদলির সুযোগ নেই। তবে কমিটি জেলার বাইরে সম্ভব না হলে একই জেলার অন্য অফিসে বদলির কথা বলেছেন। এদিকে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহকারী কমিশনার (ভূমি) অফিসের যে সকল কর্মচারীর চাকরি তিন বছর পার হয়েছে তাদের দ্রুত বদলির সুপারিশ করেছেন কমিটি। এ বিষয়ে জানতে চাইলে কমিটির এক সদস্য বলেন, ‘একই কর্মস্থলে দীর্ঘদিন চাকরির ফলে তারা নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন। এতে জনগণ সেবা বঞ্চিত হয়। তাই কমিটি বলেছে- একই স্টেশনে যারা তিন বছরের বেশিদিন চাকরি করছেন তাদের অন্যত্র বদলি করতে।’


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply