Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » শুরুর আগ মুহূর্তেই বাতিল পুরো সিরিজটাই




প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। আজ শুক্রবার বিকেল থেকেই রাওয়ালপিণ্ডিতে শুরু হতে যাচ্ছিল একদিনের সিরিজ। এরপর দুই দলের টি-টোয়েন্টি সিরিজ খেলারও কথা ছিল। কিন্তু হঠাৎ করেই সবটা ওলট-পালট হয়ে গেল। হঠাৎই দেখা দিল নিরাপত্তা নিয়ে আশঙ্কা। তার জেরেই ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তেই বাতিল হয়ে গেল নিউজিল্যান্ড-পাকিস্তানের সংক্ষিপ্ত ওভারের পুরো সিরিজটাই। যদিও নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাতে কোনও লাভই হয়নি। কিউইদের নিরাপত্তা নিয়ে আশঙ্কিত হয়ে পুরো টিমকেই ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড সরকার। তাও সিরিজের কোনও বল গড়ানোর আগেই। এই ঘটনায় নিঃসন্দেহে চাপে পড়ে গেল পাকিস্তান। হিন্দুস্তান টাইমস দাবি করে বলছে, নিউজিল্যান্ড সরকারের কাছে হয়তো আশঙ্কাজনক কোনও খবর রয়েছে। যে কারণে তারা ঝুঁকি নিতে একেবারেই রাজি নয়। পাকিস্তানের বিরুদ্ধে সংক্ষিপ্ত ওভারের পুরো সিরিজ বাতিল করে দিয়েছে কিউয়িরা। এখন যত দ্রুত সম্ভব পাকিস্তান থেকে দেশের ক্রিকেটারদের ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে দেশটির সরকার। এদিকে, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে টুইট করে জানানো হয়েছে, ‘নিরাপত্তা নিয়ে সরকার সতর্ক করার পরেই ব্ল্যাকক্যাপস তাদের পাকিস্তান সফর বাতিল ঘোষণা করছে। এখন টিমকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে।’ এর আগে পিসিবির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে নিশ্চয়তা দিয়েছিলাম। প্রধানমন্ত্রী নিজে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তাঁকে বলেছিলেন, বিশ্বের মধ্যে আমাদের ইন্টেলিজেন্স সিস্টেমও অন্যতম সেরা। ভিজিটর টিমের উপর নিরাপত্তা নিয়ে আশঙ্কা করার মতো কোনও থ্রেট নেই।’ তবে এই আশ্বাসবাণীতে চিড়ে ভেজেনি। পাকিস্তান থেকে টিমকে দ্রুত ফিরিয়ে নিয়ে যেতে চাইছে নিউজিল্যান্ড। পরের মাসেই পাকিস্তান সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ডের। তবে এই ঘটনার পর হয়তো ইংল্যান্ডও পাকিস্তানে দল পাঠাতে রাজি হবে না। পুরো ঘটনায় নিঃসন্দেহে বিশ্বের কাছে মুখ পুড়ল পাকিস্তানের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply