Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » শ্রেণিকক্ষে ময়লা, অধ্যক্ষসহ মনিটরিং টিম সাময়িক বরখাস্ত




দীর্ঘ দেড় বছর পর উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হয়েছে আজ রোববার। এরই প্রস্তুতি হিসেবে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষগুলো আগে থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশনা দেয়া হয়েছিল। সে নির্দেশনা না মানায় এবং শ্রেণিকক্ষ অপরিচ্ছন্ন রাখার অপরাধে আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করা হয়। একইসঙ্গে বরখাস্ত করা হয় অধ্যক্ষের নেতৃত্বে গঠিত পর্যবেক্ষণ কমিটির সদস্য শিক্ষকদেরকেও। আজ (১২ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি স্কুলটি পরিদর্শনে গিয়ে তাদের এ সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে সবার সচেতনতা একরকম নয়। যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে যাবেন, তাদের একটু সচেতন থাকতে হবে। স্কুলের প্রতিটা আনাচে-কানাচে খুঁজে দেখতে হবে। কোথাও যেন ময়লা-আবর্জনা না থাকে। যতটা ভালো পারা যায়, আমরা চেষ্টা করছি। এসময় তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি মনিটরিংয়ের জন্য প্রত্যেক জেলায় একটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরে কিছু নাম্বার প্রচার করা হবে। এসব নাম্বারে ফোন করে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যার কথা জানালে আমরা তা সমাধানে ব্যবস্থা নেবো।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply