Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » আর্মেনিয়াকে গোলবন্যায় ভাসাল জার্মানি




কাতার বিশ্বকাপ বাছাইয়ে আর্মেনিয়ার বিপক্ষে রীতিমতো গোলউৎসব করল জার্মানি। আক্রমণাত্মক ফুটবলে আর্মেনিয়ার জালে ছয় গোল দিল হান্স ফ্লিকের দল। গোল বন্যায় ম্যাচে আর্মেনিয়াকে উড়িয়ে বড় জয় তুলে নিল ২০১৪ সালের বিশ্ব চ্যাম্পিয়নেরা। বার্লিনে বিশ্বকাপ বাছাইয়ে গতকাল রোববার রাতে ‘জে’ গ্রুপের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে ৬-০ গোলের বড় ব্যবধানে জিতেছে চার বারের বিশ্ব চ্যাম্পিয়নেরা। দলের পক্ষে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি। এ ছাড়া একবার করে জালের দেখা পেয়েছেন মার্কো রয়েস, টিমো ভেরনার, ইয়োনাস হফমান ও করিম আদেইয়েমি। এদিন পুরো ম্যাচ ছিল জার্মানির দাপটে। ৭৭ শতাংশ বল দখলে রেখে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় তারা। প্রথম গোলটি আসে জিনাব্রির পা থেকে। লেয়ন গোরেটস্কার পাসে দুরূহ কোণ থেকে জোরালো শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন তারকা। ১৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। এবারের গোলটিও করেন জিনাব্রি। এরপর ৩৫ মিনিটে স্কোলাইন ৩-০ করেন রয়েস। সে গোলেও অবশ্য জিনাব্রির অবদান ছিল। জিনাব্রির ক্রসে ডি-বক্সে ভেরনার ব্যাকহিল ফ্লিকে বল দেন রয়েসকে। এরপর জালে পাঠান রয়েস। প্রথমার্থের শেষ দিকে চতুর্থ গোল করেন ভেরনার। বিরতি থেকে ফিরে ৫২ মিনিটে দারুণ ভলিতে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন হফমান। শেষ দিকে ইনজুরি সময়ে ষষ্ঠ গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন বদলি নামা আদেইয়েমি। পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে জার্মানি। প্রথম হারের স্বাদ পাওয়া আর্মেনিয়া ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে। পরের তিনটি স্থানে থাকা রোমানিয়ার পয়েন্ট ৯, নর্থ মেসিডোনিয়ার ৮, আইসল্যান্ডের ৪। পাঁচটিতেই হারা লিখটেনস্টাইনের পয়েন্ট শূন্য






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply