sponsor

sponsor


Slider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » » সুড়ঙ্গ খুঁড়ে ইসরায়েলের কারাগার থেকে পালালেন ছয় ফিলিস্তিনি
(ভিডিও) ইসরায়েলের গিলবোয়া কারাগারের প্রাচীর। ছবি : সংগৃহীত ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত কারাগার থেকে ছয়জন ফিলিস্তিনি বন্দি পালিয়ে গেছেন। এরপর ইসরায়েল তাদের সন্ধানে ব্যাপক অভিযান শুরু করেছে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে। গিলবোয়া কারাগারের একটি সেলের মেঝেতে খোঁড়া একটি সুড়ঙ্গ দিয়ে ওই বন্দিদের পালিয়ে যাওয়ার কথা জানা যায় গতকাল সোমবার ভোরে। মনে করা হচ্ছে, কয়েক মাস ধরে ওই সুড়ঙ্গটি এমনভাবে খোঁড়া হয়েছিল যেন সেটি দিয়ে কারাগারের প্রাচীরের বাইরে একটি রাস্তায় বের হওয়া যায়। বন্দিদের মধ্যে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন আল-আকসা মার্টার্স ব্রিগেডের সাবেক নেতা জাকারিয়া জুবেইদি এবং ইসলামিক জিহাদের পাঁচজন সদস্য রয়েছেন। তাদের পাঁচজনই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ভোগ করছিলেন। হত্যাপ্রচেষ্টাসহ প্রায় দুই ডজন মামলায় জাকারিয়া জুবেইদির বিচার চলছিল। একজন ইসরায়েলি কারা কর্মকর্তা এ ঘটনাকে ‘একটি বড় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতা’ বলে অভিহিত করেছেন। ফিলিস্তিনি গোষ্ঠীগুলো এ ঘটনাকে ‘বীরোচিত’ বলে স্বাগত জানিয়েছে। স্থানীয় কৃষকেরা গিলবোয়া কারাগারের নিকটবর্তী ক্ষেতের মধ্যে দিয়ে ‘কিছু সন্দেহজনক লোককে’ দৌঁড়াতে দেখে কর্তৃপক্ষকে সতর্ক করার পর এ ঘটনার কথা জানা যায়। এর পর কারা কর্মকর্তারা মঙ্গলবার ভোর ৪টায় বন্দীদের গুণে দেখতে পান যে ছয় ব্যক্তিকে পাওয়া যাচ্ছে না। জানা গেছে, ওই ফিলিস্তিনিরা যে কারাগারের কক্ষটিতে থাকতেন সেটির বাথরুমে গর্ত খুঁড়ে ওই সুড়ঙ্গটি তৈরি করেন- যার শেষ মাথা ছিল জেলের ঠিক বাইরে একটি মাটির রাস্তায়


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply