SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মা হচ্ছেন নেহা কক্কর
বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী নেহা কক্কর মা হতে চলেছেন। বিয়ের দুই মাসের মাথায় খবরটি তিনি নিজেই জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। শুক্রবার সকালে নেহা কক্কর সামাজিক যোগাোযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেন। ছবিতে নেহার স্বামী রোহান প্রীত সিংও আছেন। এতে দেখা যায়, নেহা দুহাত দিয়ে ‘বেবি বাম্প’ আগলে রেখেছেন। আর রোহন জড়িয়ে রেখেছেন নেহাকে। ছবির ক্যাপশনে রোহনপ্রীতকে উদ্দেশ্য করে নেহা লিখেছেন, ‘আমার খেয়াল রেখো।’ নেহার এ ছবির মন্তব্যের ঘরে রোহন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় লিখেন, ‘অবশ্যই, এখন তো খেয়াল রাখতেই হবে।’ নেহা ও রোহনপ্রীত সিংয়ের বিয়ের দুমাসও পার হয়নি, কিন্তু তারই মাঝে গায়িকা নিজের ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করলেন সুখবর। তবে সরাসরি সেটির কোন ইঙ্গিত দেননি তিনি। করোনার মাঝে গেল ২৪ অক্টোবর বেশ আয়োজন করেই বিয়ে হয় নেহা কক্কর ও রোহনপ্রীত সিংয়ের। তবে তাদের বিয়েকে ঘিরে কম জল্পনা-কল্পনার সৃষ্টি হয়নি। আর এবার গুঞ্জন শুরু হলো বিয়ের দুমাসের মাঝে নেহার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply