Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » IPL 2021, PBKS vs RR: হিরো কার্তিক ত্যাগী! শেষ ওভারে পাঞ্জাবকে দুই রানে হারাল রাজস্থান




ম্যাচের শেষ ওভারে কার্তিক ত্যাগী সব হিসেবে বদলে দিলেন। নিজস্ব প্রতিবেদন: এভাবেও ম্যাচ হারা যায়! প্রথমে জোরে বোলারদের দাপট। এবং পরে ১৮৬ রান তাড়া করতে নেমে কেএল রাহুল (KL Rahul) ও ময়ঙ্ক আগরওয়ালের (Mayank Agarwal) ব্যাটিং বিস্ফোরণ। তবুও ম্যাচের শেষ ওভারে কার্তিক ত্যাগী সব হিসেবে বদলে দিলেন। ফলে তাঁর দুরন্ত বোলিংয়ের জন্য শেষ ওভারে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ২ রানে রুদ্ধশ্বাস ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। ফলে রিয়ান পরাগ-এভিন লুইসদের জঘন্য ফিল্ডিং ও ক্যাচ ফস্কানোর বহর দেখালেও স্বস্তি নিয়ে মাঠ ছাড়লেন। এদিন কেএল রাহুলের (KL Rahul) তিনটি সহজ ক্যাচ ফেলে দেয় সঞ্জু স্যামসনের (Sanju Samson) দল। তবুও রাজস্থান রয়্যালসকে (Rajasthan Royals) ২ রানে হারিয়ে পাঞ্জাব কিংসকে হারিয়ে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL 2021) অভিযান জয় দিয়ে শুরু করল। বোলাররা আগাগোড়া চাপ বজায় রাখলেও যেকোনও উইকেটে ১৮৬ রান তাড়া করে জেতা মুখের কথা নয়। পাঞ্জাবের দুই ওপেনার প্রথম উইকেটে ১২০ রান তুলেও দিয়েছিল। কিন্তু এরপরেই 'কাহানি মে টুইস্ট'। ১১.৫ ওভারের মাথায় রাহুল ৩৩ বলে ৪৯ রানে ফিরলেন। এই ঝোড়ো ইনিংসে রাহুল ৪টি চার ও ২টি ছয় মারেন রাহুল। তবে রাহুল আউট হওয়ার কিছুক্ষণ পরেই আউট হন ময়ঙ্ক। এই ডানহাতি ৪৩ বলে ৬৭ রানে আউট হন। মারলেন ৭টি চার ও ২টি ছয়। হটাৎ ১২৬ রানে ২ উইকেট হারিয়ে তখন একটু চাপে পাঞ্জাব। কিন্তু বাকি কাজটা মাথা ঠান্ডা রেখে সারতেই পারতেন নিকোলাস পুরান ও এইডেন মার্করাম। কিন্তু ৪ বলে যখন ৩ রান বাকি, তখন ব্যক্তিগত পুরান ২২ বলে ৩২ করে আউট হয়ে যান। ফলে দুই দলের উত্তেজনা বাড়তে থাকে। শেষ ওভারের পঞ্চম বলে আবার উইকেট নেন কার্তিক ত্যাগী। ফলে জেতা ম্যাচ মাঠে ফেলে এল পাঞ্জাব। মার্করাম ২০ বলে ২৬ রানে অপরাজিত থেকে মাথা নিচু করে মাঠ ছাড়েন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply