SponsorSlider

বিশ্ব

জাতীয়

রাজনীতি


খেলাধুলা

বিনোদন

ফিচার


যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » Nusrat-Yash: যশের সঙ্গে বিয়ের জল্পনা সত্যি! বির্তক উস্কে সিঁদুর মাথায় নুসরত
শুক্রবার তাদের ছবি প্রকাশ্যে আসতেই ফের গুঞ্জন। নিজস্ব প্রতিবেদন: বিয়ে, স্বামী, প্রেমিক থেকে শুরু করে সন্তান, সন্তানের বাবা, বিগত কয়েকমাসে ব্যক্তিগত জীবন নিয়ে বারবার সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা সাংসদ নুসরত জাহান। চর্চা থামছেই না। বাড়ছে অনুরাগীদের কৌতুহল। এবার আরও এক জল্পনা শুরু সাংসদ-অভিনেতাকে নিয়ে। এনা সাহার প্রযোজনা সংস্থা জারেক এন্টারটেনমেন্টের বিশ্বকর্মা পুজোয় একসঙ্গে উপস্থিত হলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত। শুক্রবার তাদের ছবি প্রকাশ্যে আসতেই ফের গুঞ্জন। সত্যিই যশকে বিয়ে করেছেন নুসরত জাহান? এদিন তাঁর সিঁথির সিঁদুর সেই তরজাই উসকে দিল আরও একবার। হালকা গোলাপি রঙের সালোয়াল কামিজ, কানে সোনার ঝুমকো দুলে চমৎকার লাগছিল ঈশান জননীকে। মাতৃত্বের আলোয় ঝলমল করছিলেন তারকা-সাংসদ। যশের পরনে হালকা নীল শার্ট ও জিনস। পুজোয় গিয়ে একসঙ্গে ছবিও তুললেন। সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় আসতেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। তাহলে কি নিখিলের মন্তব্যই সত্যি? জি ২৪ ঘণ্টায় আগেই নিখিল জানিয়েছিলেন, দক্ষিণেশ্বরের মন্দিরে বিয়ে করেছেন নুসরত ও যশ। সেদিন নুসরতের পরনে ছিল নিখিলের রঙ্গোলির শাড়়ি। তার সত্যতা অবশ্য জানা যায়নি। কয়েকদিন আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছিলেন নুসরত। সেখানেও নায়িকার সিঁথিতে জ্বলজ্বল করছে সিঁদুর।


«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply