Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লুঙ্গি শাড়িতে আমেরিকার শিক্ষার্থীরা!




আমেরিকার ইউনিভার্সিটি অব মিসৌরিতে দেখা গেল এক অদ্ভুত সুন্দর দৃশ্য। 'দেশিদের মত পোশাক পরি' নামের অনুষ্ঠানে বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে বাংলাদেশি পোশাক পরে উযদাপন করলেন সাংস্কৃতিক বৈচিত্র্যকে। শুক্রবার (অক্টোবরের ১৪) মিসৌরির এমইউ স্টুডেন্ট সেন্টারে ‘বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন’ আন্তর্জাতিক লাঞ্চের আয়োজন করে। এদিন জড়ো হন ইউনিভার্সিটি অব মিসৌরির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। বর্ণিল রঙে সাজানো হয় পুরো জায়গাটিকে। ছিল আলাদা ফটোবুথ যেখানে বাঙালি পোশাক পরে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় অন্যান্য দেশের শিক্ষার্থীকে। ইউনিভার্সিটি অফ মিসৌরির বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আফিয়া শাম্মী সময়নিউজকে জানান, বিদেশি বন্ধুদের আমাদের লুঙ্গি শাড়িতে দেখে খুবই ভাল্লাগে। আর ওরাও খুব খুশি হয়েছে। আমরা আমাদের দেশের কৃষ্টি সংস্কৃতি তাদের কাছে তুলে ধরলাম এদিন। এ ছাড়া অনেক মজাও হলো সারা দিন। আমরা দেশি খাবারের আয়োজনও করেছিলাম। সব মিলিয়ে একটা গভীর ভালোলাগা কাজ করল দেশ থেকে এত দূরে থেকেও দেশের কাছে থাকতে পেরে। আরও পড়ুন: লেবাননে বিচারক অপসারণের দাবিতে বিক্ষোভে নিহত ৬ শাম্মী জানান, বাংলাদেশি ৫০ এরও বেশি শিক্ষার্থী রয়েছেন ইউনিভার্সিটি অব মিসৌরিতে। তিনি বলেন, প্রতি সেমিস্টারের শেষেই একটা করে ইন্টারন্যাশনাল পার্টি হয়। এবারের পার্টিতে আমরা ঠিক করি বাঙালিয়ানাকে আমাদের অন্য দেশের বন্ধুদের কাছে তুলে ধরব। খাবার হিসেবে রান্না করা হয়েছিল, পোলাও, চিকেন কোরমা, চিকেন কাবাব, ডিমের কোরমা, সালাদ ও লাচ্ছি। অনুষ্ঠানে আগত ইউনিভার্সিটি অব মিসৌরি অধ্যয়নরত এক আমেরিকান চিকিৎসক ভাঙা বাংলায় বলেন, আমার খুব ভালো লাগছে। বাঙালি খাবার খুবই মজা লাগে আমি এখন অনেক খাব। আমার অনেক বাংলাদেশি বন্ধুও হয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে বাংলাদেশে যেতে চাই। এ আয়োজনে আমেরিকান শিক্ষার্থীদের পাশাপাশি চীন, আফ্রিকা, নাইজেরিয়া, উগান্ডা, ঘানা এবং লাতিন আমেরিকান দেশগুলোর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অদূর ভবিষ্যতে বাঙালিয়ানার ভরপুর এমন আরও অনুষ্ঠানের আয়োজন করবেন বলে জানিয়েছেন ইউনিভার্সিটি অব মিসৌরির বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ বদরুজ্জামান সরকার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply