Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » চলচ্চিত্র সেটে অভিনেতার গুলিতে আলোকচিত্র পরিচালক নিহত




নিউমেক্সিকোর নির্মণাধীন ‘রাস্ট’ সিনেমার সেটে অভিনেতা আলেক বোল্ডউইনের প্রপ গানের গুলিতে আলোকচিত্র পরিচালক হালিনা হুচিন নিহত ও চলচ্চিত্র পরিচালক জোয়েল সৌজা আহত হয়েছেন। চলচ্চিত্র সেটে অভিনেতার গুলিতে আলোকচিত্র পরিচালক নিহত আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম সিএনএন বলছে, ৪২ বছর বয়সী হালিনাকে একটি হেলিকপ্টারে করে ইউনিভার্সিটি অব নিউমেক্সিকো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত্যু ঘোষণা করেন। আর পরিচালক জোয়েল সৌজাকে একটি অ্যাম্বুলেন্সে করে ক্রিস্টাস সেন্ট ভিনসেন্টের আঞ্চলিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে বিস্তারিত তথ্য জানা সম্ভব হয়নি। তিনি চিকিৎসাধীন রয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, তদন্তানুসারে, প্রপ আগ্নেয়াস্ত্র ব্যবহারের দৃশ্য ধারণ করা হচ্ছিল। তখনই গুলিতে সিনেমাটির আলোকচিত্রী পরিচালক নিহত হয়েছেন। তবে কী ধরনের গুলি ছোড়া হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। পশ্চিমা সিনেমা রাস্টের কাহিনী ১৮৮০-এর দশক থেকে শুরু হয়েছে। এতে বোল্ডউইন, ট্রাভিস ফিমেল ও জেনসেন অ্যাকলেস অভিনয় করেছেন। এ নিয়ে জানতে চাইলে প্রযোজনা কোম্পানির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আরও পড়ুন: মহাকাশে শুটিং, বিপদ থেকে বাঁচলেন অভিনেতা-অভিনেত্রী সিনেমার শুটিংয়ে যেসব বন্দুক ব্যবহার করা হয়, সেগুলো প্রপ গান নামে পরিচিত। বেশিরভাগ ক্ষেত্রে প্রপ গান হিসেবে নকল বন্দুক ব্যবহৃত হয়। কখনো কখনো সত্যিকারের বন্দুক ও গুলি ব্যবহৃত হলেও নেওয়া হয় নানান সতর্কতামূলক ব্যবস্থা। বোল্ডউইনের মুখপাত্র বলেন, ফাঁকা আওয়াজের সঙ্গে গুলি মিসফায়ার হয়েছিল। সান্তা ফি শেরিফের মুখপাত্র বলেন, গোয়েন্দাদের সঙ্গে কথা বলেছেন বোল্ডউইন। তিনি স্বেচ্ছায় আমাদের কাছে এসেছেন। তাকে জেরা করার পর তিনি ভবন ছেড়েছেন। এই মৃত্যুকে ভয়াবহ দুঃসংবাদ ও অপূরণীয় ক্ষতি অ্যাখ্যা দিয়েছে ইন্টারন্যাশনাল সিনেমাটোগ্রাফার গিল্ড






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply