Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

সাম্প্রতিক খবর


খেলাধুলা

বিনোদন

ফিচার

mujib

w

যাবতীয় খবর

জিওগ্রাফিক্যাল

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » মহামারি আকার ধারণ করা করোনায় পার্শ্ববর্তী দেশ ভারতে মৃত্যু-শনাক্ত দুটিই বেড়েছ




ভারতে করোনায় মৃত্যু-শনাক্ত বেড়েছে

ে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪৬ জন। এ নিয়ে মোট মারা গেছে ৪ লাখ ৫১ হাজার ৪৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ১৮ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ২০ হাজার ৭৩০ জন। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়। পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক কোভিড সংক্রমণ বেড়েছে বৃহস্পতিবার। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। বুধবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৮২৩। অর্থাৎ বুধবারের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। আক্রান্তের পাশাপাশি বেড়েছে দেশের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৪৬ জন। দেশের মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে কেরলে (১২৩)। মহারাষ্ট্রেও দৈনিক মৃত্যু ৫০-এর আশপাশে। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা অনেকটা কম রয়েছে। তবে দৈনিক আক্রান্ত গত দু’সপ্তাহ ধরে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। যার জেরে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৬ হাজার ৫৮৬ জন। এদিকে বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৮০ জনের, শনাক্ত হয়েছে ৪ লাখ ৩৮ হাজার ৮৪২ জন। আরও পড়ুন: করোনার তাণ্ডবে ফের বাড়ল মৃত্যু-শনাক্ত এর আগে বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ৬ হাজার ৬৯৩ জনের, শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৮৭ হাজার ৪১১ জন। তার আগের দিন মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৪ হাজার ৬৪৯ জনের, শনাক্ত হয়েছিল ৩ লাখ ৩১ হাজার ৮৭৬ জন। এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৮ লাখ ৮৮ হাজার ৭০৭ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ৯৯ লাখ ৬ হাজার ৬৭৬ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ কোটি ৭২ লাখ ৪৫ হাজার ৯৫৯ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৪ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার ২১৭ জন। মৃত্যু হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭৬২ জনের। ২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply