Sponsor



Slider

বিশ্ব

জাতীয়

মেহেরপুর জেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

মেহেরপুর সদর উপজেলা

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » » IPL 2021, RCB vs PBKS: রাহুলদের হারিয়ে প্লে-অফে কোহলিরা




চেন্নাই সুপার কিংস (CSK) ও দিল্লি ক্যাপিটালসের (DC) পর এবার প্লে-অফে পৌঁছে গেল রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। আইপিএলের (IPL 2021) ৪৮ নম্বর ম্যাচে মুখোমুখি হয়ছিল আরসিবি (Royal Challengers Bangalore, RCB) ও পঞ্জাব কিংস (Punjab Kings, PBKS)। রবিবাসরীয় 'ডাবল হেডার'-এর প্রথম ম্যাচে বেঙ্গালুরু ৬ রানে পঞ্জাবকে হারিয়ে পৌঁছে গেল প্লে-অফে। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বিরাটরা এখন লিগ তালিকায় তিনে। একে চেন্নাই (১২ ম্যাচে ১৮ পয়েন্ট)। দুয়ে দিল্লি (১২ ম্যাচে ১৮ পয়েন্ট)। নেট রানরেটে এগিয়ে ধোনি অ্যান্ড কোং।

! এদিন শারজা ক্রিকেট স্টেডিয়ামে বিরাট বাহিনী টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। গ্লেন ম্যাক্সওয়েল ও দেবদত্ত পাড়িক্কলের ব্যাটে আরসিবি নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে। পঞ্জাবের হয়ে মহম্মদ শামি ও মইসেস হেনরিকুয়েস তিন উইকেট করে পেয়েছেন। এই রান তাড়া করতে নেমে চেনা জুটি কেএল রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল শুরুটা দুর্দান্ত মেজাজে করেন। ১১ ওভারের মধ্যে ৯১ রান তুলে ফেলেন তাঁরা। রাহুল ৩৫ বলে ৩৯ করে ফিরে যান। এরপর ময়াঙ্ক কিছুক্ষণ লড়াই চালিয়ে যান। তিনি ১৬ ওভারের মাথায় ফিরে যান ৪২ বলে ৫৭ রান করে। তখন দলের স্কোর ১১৪। কিন্তু ময়াঙ্ক ফেরার পর সেভাবে কোনও ব্যাটসম্যানই দাঁড়াতে পারেননি। যুজবেন্দ্র চাহাল দুরন্ত বল করলেন এদিন। নির্দিষ্ট কোটার চার ওভার হাত ঘুরিয়ে ২৭ রান দিয়ে তিন উইকেট তুলে নেন। জর্জ গার্টন ও শাহবাজ আহমেদ নেন একটি করে উইকেট।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply