কেমন ব্যয়বহুল ইতালির জীবনযাত্রা মান!
ব্যয় এবং আয়ের সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়ে ব্যয়বহুল পাওয়া গেছে ইতালির জীবনযাত্রা। এতদিন প্রচলিত ছিল যে, ইতালিতে সবকিছু অনেক সস্তা ও জীবন আনন্দময় কিন্তু বর্তমানে তা পরিবর্তন হয়েছে অনেক ক্ষেত্রে।
ইতালির তুলনামূলক কম বেতনের সঙ্গে এতদিন এসব ব্যাখ্যা করা হতো। ২০২১ সালের নতুন পরিসংখ্যান অনুসারে Cost of Living Index এ ইতালি বিশ্বের ২৬ তম ব্যয়বহুল দেশ। বেতন কাঠামোর নিয়ম ভেঙ্গে ইতালিতে ব্যয় ইউকে,ইউএসএ, এবং জার্মানির তুলনায় সরাসরি অনেক বেশি এগিয়ে।
ব্যয়ের জন্য ইতালি ২৬ তম হলেও, ইতালির প্রতিবেশী দেশ অস্ট্রিয়ার অবস্থান ২৪ তম, ফ্রান্স ১৫ তম এবং সুইজারল্যান্ড বিশ্বের দ্বিতীয় ব্যয়বহুল দেশ। ব্যয়ের জন্য বিশ্বে প্রথম স্থানে আছে যুক্তরাষ্ট্রের পাশের দেশ বারমুডা।
ব্যয় সূচকে ইতালির এবারের স্কোর ৭৩.১১। এটি প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় গ্রোসারি পণ্যের ব্যয়, যুক্তরাজ্যের তুলনায় প্রায় ৬ শতাংশ বেশি ব্যয়বহুল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় ৮ শতাংশ কম বলে পরিসংখ্যানে দেখা গেছে।
জীবনযাত্রার ব্যয় সুচকে একটি ৪ সদস্যের পরিবারের ব্যয়ের গড় তালিকা তৈরিতে পোশাক, মুদি এবং খাবার থেকে শুরু করে পরিবহন, বিনোদনমূলক কার্যকলাপ এবং ইউটিলিটিগুলো (পানি,বিদ্যুৎ,গ্যাস, ইন্টারনেট ) খরচ পর্যন্ত হিসাব করা হয়েছে।
আরও পড়ুনঃ ইতালিতে-আশ্রয়-পেল-সবুজ-চোখের-সেই-আফগান-নারী
অন্যদিকে, বাড়ি ভাড়া সূচক নির্ধারণ করা হয় শহরের কেন্দ্রস্থল ও শহর থেকে বাহিরে এক এবং তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট ভাড়ার খরচের উপর ভিত্তি করে। এই বিভাগের খরচের জন্য স্পেন, যুক্তরাজ্য ও কানাডাকে পিছনে ফেলে বিশ্বের ১৩৮টি দেশের তালিকায় ইতালির স্থান ৩৭ তম।
তবে ইতালিতে ইউকে থেকে ৮ পয়েন্ট ও মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে প্রায় ২০ পয়েন্ট কম বাসস্থানের ভাড়ার ক্ষেত্রে।এছাড়া ফ্রান্স, জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেনের তুলনায় ইতালিতে রেস্টুরেন্ট বিল ২০ শতাংশ পর্যন্ত বেশি।
২০২১ সালের গ্লোবাল গ্রোসারি ইনডেক্সে দেখা যাচ্ছে যে, ইতালিতে নিত্য প্রয়োজনীয় পণ্য ও খাবার খরচ প্রকৃতপক্ষে সাধারণ মানুষের সমর্থের চেয়ে বেশি। দেশটির বার্ষিক মাথাপিছু আয় প্রায় ৩৫ হাজার মার্কিন ডলার। অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৬৬ হাজার মার্কিন ডলার, আর যুক্তরাজ্যের প্রায় ৪২ হাজার মার্কিন ডলার মাথাপিছু বার্ষিক আয়।
নেট ক্রেডিট থেকে প্রাপ্ত ফলাফলগুলি শুধুমাত্র সুপারমার্কেটের দামের উপর ভিত্তি করে নয়, আয় বিবেচনা এবং দৈনিক গড় মজুরীর শতাংশ হিসাব করে, এর মধ্যে কত শতাংশ অর্থব্যয় হয়, প্রতিদিনের নাস্তার টেবিল থেকে দুপুর ও রাতের খাবারের টেবিলে, সমগ্র বিশ্বে ব্যবহৃত ১০ টি পণ্য ডিম, দুধ,পনির, রুটি,মাছ, মাংস, সবজিসহ প্রধান খাদ্য তালিকায় যা বেশি ব্যবহৃত হয়।
এসকল খাবার খরচ ইতালিতে তুলনামূলক অনেক দেশের চেয়ে বেশি। নিত্য প্রয়োজনীয় পণ্য ব্যয় ইতালিতে প্রত্যেকের মাসিক বেতনের ৩৩ শতাংশ যা আয়ের তুলনায় মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের চেয়ে খরচ অনেক বেশি।
No comments: