কুমিল্লায় জোড়া খুন: সুমন গ্রেপ্তার
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত ৪ নং আসামি সুমনকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি-২-এর কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) মধ্যরাতে নিহত সোহেলের ভাই সৈয়দ মোহাম্মদ রোমান বাদী হয়ে মামলা করেন। মামলায় পার্শ্ববর্তী ১৬ নং ওয়ার্ডের শাহ আলমকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় জোড়া খুন: ১১ জনের নাম উল্লেখ করে মামলা
নিহত কাউন্সিলরের ছোট ভাই রোমান বলেন, আমার ভাইকে হত্যার ঘটনায় একদল সন্ত্রাসীর সঙ্গে শাহ আলম ছিল। তার নেতৃত্বে আমার ভাই ও তার সহযোগীকে নির্মমভাবে গুলি করা হয়। সোহেল ভাইকে পরপর ৯টি গুলি করে মৃত্যু নিশ্চিত করেছে শাহ আলম।
গত সোমবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মো. সোহেল নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তদের গুলিতে কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা নিহত হন। এ ঘটনায় চারজন গুলিবিদ্ধ হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Tag: English News lid news politics
No comments: